তিন দিনের ব্যবধানে ভারতকে আবার হারাল বাংলাদেশ
১৬ জুলাই ২০২৩ ১৭:৪৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৮:৪৭
দুদিন আগে ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ ভারতীয়দের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতলেন নিগার সুলতানা, শারমিন সুলতানারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডিআরএল ম্যাথডে ভারতীয় নারী দলকে আজ ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ-ভারত নারী দলের এই সিরিজটা আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সে হিসেবে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেল বাংলাদেশ নারী দল। ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের প্রথম জয় এটা। ষষ্ঠ দেখায় ভারতকে প্রথমবার হারাল বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ১৫২ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। পরে বৃষ্টি আইনে ভারতীয় নারী দলের টার্গেট ছিল ৪৪ ওভারে ১৫৪ রান। কিন্তু বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১১৩ রানেই গুটিয়ে গেছে ভারত নারী দল।
রোববার (১৬ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত বধের ভীতটা গড়ে দিয়েছেন মারুফা আক্তার। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে উইকেটশূন্য থাকা মারুফা শুরুতেই ফিরি দিয়েছিলেন ভারতের দুই ওপেনারকে। পরে আরও দুই উইকেট তুলে নিয়ে মারুফাই ম্যাচসেরা হয়েছেন।
নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত। ৪৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দীপ্তি শর্মা তারপর হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু তার প্রতিরোধ বড় হয়নি। ৯১ রানে ষষ্ঠ উইকেট হারানো ভারত গুটিয়ে গেছে ১১৩ রানে। ২২ রানে শেষ চার উইকেট হারানো ভারত গুটিয়ে গেছে ৩৫.৫ ওভারে। বাংলাদেশের পক্ষে রাবেয়া খানও দারুণ বোলিং করেছেন। ৩০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি।
এর আগে ফারজানা হক ও নিগার সুলতানার ব্যাটে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। ১৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেট জুটিতে নিগার-ফারজানার ৪৯ রানের জুটি। শেষ দিকে সুলতানা খাতুন ১৬ রানের একটা ইনিংস খেলে বাংলাদেশকে দেড়শ পেরুতে সহায়তা করেছেন।
৬৩ বল খেলে ৩টি চারের সাহায্যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। ৪৫ বলে ৫ চারে ২৭ রান করেছেন ফারজানা হক। ভারতের পক্ষে আমনজত কৌর ৩১ রানে চার উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস