ছয় বোলার নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
১৪ জুলাই ২০২৩ ১৭:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৮:০১
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এক ব্যাটার কমিয়ে ছয় বোলারকে নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে খেলবেন অপর স্পিনার নাসুম আহমেদ ও তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ব্যাটিংয়ে প্রথম পাঁচ পজিশনে পরিবর্তন নেই। ছয় নম্বরে আফিফ হোসেন ধ্রুবকে বাইরে রেখে বেছে নেওয়া হয়েছে শামীম পাটোয়ারীকে। সাত নম্বরে ব্যটিং করবেন মেহেদি হাসান মিরাজ।
সম্প্রতি টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেট খেলছে বাংলাদেশ। সেক্ষেত্রে দলে বাড়তি একজন ব্যাটার খেলার চিন্তা বাদ দিয়ে ছয় বোলার জায়গা পাচ্ছে একাদশে। ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেভাবে খেলে সাফল্য পেয়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষেও সেই পথে হাঁটল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
সারাবাংলা/এসএইচএস