Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রশিদ-মুজিবকে নিয়ে আলাদা করে ভাবছেন না সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:০৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ১৭:১৫

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টাইগাররা সবচেয়ে বেশি ভুগেছে আফগান স্পিন বিভাগের বিপক্ষেই। রাত পোহালে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের বড় হুমকি আফগানিস্তানের স্পিন বোলিং ডিপার্টমেন্ট। ওয়ানডের তুলনায় রশিদ খান, মুজিব-উর রহমানদের পরিসংখ্যান আরও ভয়ঙ্কর। তবে বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান বললেন, নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে ভাবছেন না তারা।

বিজ্ঞাপন

সাকিব বলছেন, সিরিজ জেতার চিন্তায় আফগানিস্তানের পুরো দলকে নিয়েই পরিকল্পনা তাদের। অন্যদের নিয়ে বেশি না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার চিন্তাই বেশি করছে বাংলাদেশ বললেন টি-টোয়েন্টি অধিনায়ক।

সিলেটে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ সাকিব বলছিলেন, ‘কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনো একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই যেন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, যেটার মাধ্যমে যেন জয়লাভ করতে পারি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করব আমরা।’

অধিনায়ক বলেন, ‘আমরা কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। যে ব্যাটিং বা বোলিং করবে, সে তার জায়গা থেকে কী কী পরিস্থিতির মুখোমুখি হবে, সেগুলো নিয়ে আমি নিশ্চিত যে তারা ব্যক্তিগতভাবে কাজ করবে। এটা আসলে কাউকে বলার বিষয় নয় এবং করারও বিষয় নয়। যে পরিস্থিতিতে যে আসবে, তার দায়িত্ব কীভাবে সে দলের জন্য ভালো পারফর্ম করতে পারে।’

প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের কাজটা ঠিকঠাক করার দিকে মনোযোগ দিলেই ফল ভালো আসে বলছেন সাকিব। মানসিকতা পরিবর্তনেরও তাগিদ অধিনায়কের। সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা দল হিসেবে তখনই ভালো খেলি, যখন অন্য দল নিয়ে চিন্তা না করি। আমরা যখন খোলা মন নিয়ে থাকি, নিজেদের খেলাটায় কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে ভাবি এবং নিজেদের জায়গা থেকে সবাই ১০ বা ২০ শতাংশ উন্নতি করা যায়, সেই চিন্তা করি, আমার কাছে মনে হয় দলটা তখনই পারফর্ম বেশি করে। আমরা তখনই একটু নার্ভাস থাকি বা অত ভালো পারফর্ম করতে পারি না, যখন আমরা কন্ডিশন নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং অনেক বেশি প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি। আমার কাছে মনে হয়, ওই জিনিসটা আমরা যত কম করতে পারব, ততই আমাদের জন্য ভালো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর