Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম অধিনায়ক থাকবেন কিনা সিদ্ধান্ত পরে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৩ ২২:০৩ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ২২:০৪

অচমকা অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্বাবধানে ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য অবসর থেকে ফেরার সিদ্ধান্তও নিয়েছেন। চলতি আফগানিস্তান সিরিজ থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেটে ফেরার কথা এশিয়া কাপের আগে। ফিরে আসা তামিম ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন।

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, তামিম অধিনায়কের দায়িত্বে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরে। তামিম ক্রিকেটে ফেরার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন তিনি।

বিজ্ঞাপন

তামিম ইকবাল ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেই ফিরবেন কিনা এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘ও আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছি আমি আগে আসি। তারপরে এগুলো নিয়ে (অধিনায়কত্ব) আলাপ করব।’

আগামী ১৬ ‍জুলাই ছুটি কাটাতে দুবাই যাচ্ছেন তামিম। সেখান থেকে যাবেন যুক্তরাজ্যে। নিজের ইনজুরি নিয়ে কথা বলতে যুক্তরাজ্যের দুই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তামিম। সেদিকে নজর বিসিবিরও।

জালাল ইউনুস জানালেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ বা ২৬ তারিখে যুক্তরাজ্য যাবে। লন্ডনে দুটো মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে।’

জালাল ইউনুস বলেন, ‘আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে।’

সারাবাংলা/এসএইচএস

জালাল ইউনুস তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর