Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফুল-তাসকিনের পর সাকিবের আঘাত

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৭:২২

আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের দুই পেসার। তাসকিন আহমেদ একটি আর শরিফুল ইসলাম নিয়েছেন তিনটি। তবে ঠিক যখনই জুটি গড়ার চেষ্টা করছিল আফগানরা তখনই আঘাত হেনেছেন অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান।

চতুর্থ উইকেটে মোহাম্মদ নবীকে সঙ্গী করে হাশমতউল্লাহ শহিদি বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন। তবে নবীকে বেশি সময় টিকতে দেননি দুর্দান্ত বল করতে থাকা শরিফুল। এই উইকেটও দারুণ পরিকল্পনার ফসল। অ্যাঙ্গেল পরিবর্তন করে রাউন্ড দা উইকেটে এসে প্রথম বলেই শরিফুল পান সাফল্য। অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি অনেকটা ভেতরে ঢোকে অ্যাঙ্গেলে। ফ্লিক করতে গিয়ে লাইন মিস করেন নবী। আর তাতেই বল গিয়ে আঘাত হানে নবীর পায়ে।

বিজ্ঞাপন

জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। আঙুল দিলে জানিয়ে দেন নবীর বিদায়ের কথা। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন নবী। তবে রিভিউতে দেখা মেলে বল ঠিকই আঘাত হানছে স্টাম্পে। ৯ বলে ১ রান করে আউট নবি। আফগানদের রান ৮.৪ ওভারে ৪ উইকেটে ১৫।

দুই পেসারের দাপটের পর সাকিব আল হাসান এসে যোগ দেন মিছিলে। সাকিবকে বারবার সুইপ করার চেষ্টা করছিলেন নাজিবউল্লাহ জাদরান। অ্যাঙ্গেল বদলে রাউন্ড দা উইকেটে এসে বাঁহাতি ব‍্যাটারকে পরাস্ত করেন সাকিব। আবারও সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি নাজিবউল্লাহ। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। নাজিবউল্লাহ রিভিউ নেন। কিন্তু বল লাগছিল অফ-মিডল স্টাম্পে।  বিপজ্জনক নাজিবউল্লাহ ফিরলেন ২২ বলে ১০ করে। আফগানিস্তান ১৫.৫ ওভারে ৩২ রানে হারাল ৫ উইকেট।

এই রিপোর্ট লেখা অবধি আফগানিস্তানের সংগ্রহ ১৯ ওভারে ৫ উইকেটে ৪১ রান। হাশমতউল্লাহ ১৩ আর ওমরজাই ৩ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/এসএস

তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর