উলট-পালট হচ্ছে তৃতীয় ওয়ানডের একাদশ?
১১ জুলাই ২০২৩ ১০:৫০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ ১২:৫৩
আফগানিস্তানের বিপক্ষে আরেকটা দুর্দান্ত সিরিজ খেলে বিশ্বকাপ প্রস্তুতিতে আরেকধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু হলো তার উল্টোটা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতে হার এড়াতে না পারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে স্বাগতিকদের। ফলে আজ একাদশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতেই পারে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে তিন পেসার। আজ তৃতীয় ওয়ানডেতে একাদশে একজন বাড়তি বোলার আনার চিন্তা টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে সাত নম্বর পজিশনে ব্যাটিং করা আফিফ হোসেন ধ্রুবর জায়গায় একাদশে আসতে পারেন স্পিনার তাইজুল ইসলাম।
দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ওপেনিং জুটিতে উঠেছে ২৫৬ রান। বাংলাদেশের পাঁচ বোলার থামাতে পারেনি আফগান ওপেনারদের। তাছাড়া আফগান স্পিনাররা দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন। এসব কারণে একাদশে তাইজুলকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুবকে বসিয়ে একাদশে ডাকা হতে পারে তাইজুলকে। অনেকদিন পর দলে সুযোগ পাওয়া আফিফ প্রথম দুই ম্যাচেই ব্যর্থ। তবে বিশ্বকাপের ভাবনায় থাকা আফিফকে আরও এক ম্যাচ সুযোগ দেওয়া হবে কিনা সেটাও ভাবা হচ্ছে।
তামিম ইকবালের জায়গায় ওপেনিং পজিশনে খেলে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। স্কোয়াডে রনি তালুকদার থাকলেও নাঈমকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষেই কথা শোনা যাচ্ছে। ব্যাটিংয়ে এরপরের পরিজশনগুলোতে পরিবর্তনের সম্ভবনা কম। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা থাকছেন যথাক্রমে।
পেস বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন আসছে। হালকা চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে না খেলা তাসকিন আহমেদ আজ ফিরবেন একাদশে। সুযোগ দেওয়া হতে পারে এই সিরিজে ম্যাচ না পাওয়া শরিফুল ইসলামকেও। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন চৌধুরী।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব/তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম/মোস্তাফিজুর রহমান/ইবাদত হোসেন চৌধুরী।
সারাবাংলা/এসএইচএস