Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রশিদ-মুজিবকে ওয়ার্ন-মুরালির সঙ্গে তুলনা বাংলাদেশের সহকারী কোচের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৩ ১৮:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৯:২৫

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নাজেহাল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বড় ব্যাপার হলো দুটো ম্যাচই বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। ব্যাটিংটা একদমই মনমতো হয়নি। আফগানিস্তানের স্পিন বোলিং ডিপার্টমেন্টের বিপক্ষে রীতিমতো খাবি খেয়েছেন টাইগার ব্যাটাররা। আফগান স্পিন খেলা কঠিন বুঝাতে তাদের দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানকে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

বিজ্ঞাপন

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। রশিদ খান, মুজিব-উর রহমান, মোহাম্মদ নবি মিলে গড়া আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্ট তুলে নিয়েছিল পাঁচ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে আরও ভুগিয়েছে আফগান স্পিন। রশিদ খান, মুজিব-উর রহমানকে সেভাবে খেলতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। এই তিনজন মিলে উইকেট তুলে নিয়েছেন ছয়টি। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ৩৩১ রানের জবাব দিতে নেমে ৭২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে আর কোমড় সোজা করতে পারেনি স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আফগান স্পিনের বিপক্ষে বাংলাদেশের ভোগার উদহারণ আরও আছে। আফগানরা গতবার বাংলাদেশ সফরে এসেও ভূগিয়েছে স্পিন বোলিংয়ে। আফগান স্পিনের বিপক্ষে বারবার কেন দিশেহারা বাংলাদেশ? এমন প্রশ্নে আফগান স্পিন বিভাগকে বিশ্বসেরা বলে দিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ।

আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ নিক পোথাস বলেন, ‘ওদের স্পিন আক্রমণ বিশ্বসেরা, এটাই বাস্তবতা। ওদের তিনজনই অনেক সাদা বলের ক্রিকেট খেলেছে। এমন বোলিং আক্রমণ যেকোনো অধিনায়কের স্বপ্ন। আমরা কেন ওদের বোলিং বুঝতে পারছি না, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হচ্ছে, ওদের বোলিং কেন পুরো বিশ্বই বুঝতে পারছে না। বিশ্বের সব দলেরই ওদের বোলিং বুঝতে কষ্ট হয়।’

আফগান দুই স্পিনারকে ওয়ার্ন-মুরালির সঙ্গেও তুলনা করলেন বাংলাদেশ কোচ। তাঁর কথায়, ‘ওয়ার্ন কিংবা মুরালিধরনের বোলিং কি কেউ বুঝতে পারত? ওরা বিশ্বসেরা বোলার ছিল। সে জন্যই বিশ্বের প্রতিটি লিগ ওদের মতো স্পিনারদের পেছনে এত টাকা খরচ করে। প্রশ্ন হচ্ছে, আমরা এখন কী করব? কীভাবে নিজেদের আরও উন্নতি করব?’

আগামীকাল দুপুর ২টায় তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ রশিদ খান

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর