Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের ব্যাটিং দাপটে দিশেহারা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২৩ ১৭:০৯ | আপডেট: ৮ জুলাই ২০২৩ ১৮:০৮

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের পাত্তায় দিলেন না আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটাররা। রহমতউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান মিলে উদ্বোধনী জুটিতেই আফগানরা তুলল ২৫৬ রান। যখনই মনে হচ্ছিল এই জুটি বোধহয় থামবে না তখনই কিছুটা স্বস্তি এনে দিলেন সাকিব আল হাসান।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। সেই কারণেই হয়তো আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

তবে সে সিদ্ধান্তও বাংলাদেশের পক্ষে কথা বললো না। আফগান দুই ওপেনারের ব্যাটিং দাপটে উড়ে গেল বাংলাদেশের বোলিং ইউনিট। বাংলাদেশের বোলিং ইউনিট শুরুতে আক্রমণ করবে কী, উল্টো আক্রমণের শিকার হয়েছে! মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনদের পাত্তায় দেননি আফগানিস্তানের দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকেও ব্যবহার করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন। তাতেও কাজ হয়নি। বিশেষ করে গুরবাজ ছিলেন দুর্দান্ত। শুরু থেকেই মারমুখী এই ওপেনার। অপর দিকে ইব্রাহিম এগিয়েছেন কিছুটা রয়েসয়ে। বাংলাদেশ বারবার বোলিং পরিবর্তন করেও আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি। তেমন কোনো সুযোগই দেননি দুজন।

২৮তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ক্যারিয়ারর চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন গুরবাজ। এক ওভার পরে অর্ধশতক পূর্ণ করলেন জাদরানও। এরপরেই আরও বেশি মারমুখী হয়ে ওঠেন গুরবাজ। একের পর এক বল আছড়ে ফেলতে শুরু করেন বাউন্ডারিতে।

বিজ্ঞাপন

১০০ বলে সেঞ্চুরি পূরণ করা গুরবাজ পরের ২৪ বল খেলে করেছেন ৪৫ রান। দেড়শ রান থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে সাকিব আল হাসানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন। গুরবাজ যখন ফিরছেন তখন স্কোরবোর্ডে আফগানদের রান ২৫৬। দুর্দান্ত ইনিংসটি গুরবাজ সাজিয়েছেন ১২৫ বলে ১৩টি চার আর ৮টি ছক্কায় ১৪৫ রানে।

পরের ওভারে বল হাতে এসে ইবাদত হোসেন তুলে নিলেন রহমত শাহকে। এতেই ২৫৯ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানরা। এই রিপোর্ট লেখা অবধি আফগানিস্তানের সংগ্রহ ৩৮ ওভারে ২ উইকেটে ২৬৩ রান। জাদরান ৯৯ বলে ৮৩ আর হাসমতউল্লাহ ৩ বলে ১ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর