Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের বদলি নাঈম, সিরিজ বাঁচাতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ৮ জুলাই ২০২৩ ১৪:১৪

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট যেন এক ঝড়ের পূর্বাভাস। আর প্রথম ওয়ানডেতে হারের পর গোটা এক সাইক্লোন। অধিনায়ক তামিম ইকবালের অবসর আবার অবসর ভেঙে ক্রিকেটে ফেরা। তবে সেসব পাশে সরিয়ে শনিবার (৮ জুলাই) মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ওয়ানডে। সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজের মাঝপথে অবসর গ্রহণ করার পর আবার ফিরেও এসেছেন। তবে এখনই দলে ফিরছেন না তামিম। বিশ্রাম শেষে ফিরবেন দলের সঙ্গে। তামিমের জায়গায় টাইগারদের অধিনায়কত্বর ব্যটন উঠেছে লিটন দাসের হাতে।

বিজ্ঞাপন

উদ্বোধনী জুটিতে লিটন দাসকে এবার সঙ্গ দিবেন নাঈম শেখ। তামিম ইকবালের জায়গাতে একাদশে ঢুকেছেন তিনি। এছাড়া টাইগার একাদশে এসেছে আরও এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন ইবাদত হোসেন। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানিস্তানও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ

রহমতউল্লাহ গুলবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মাদ সালিম।

সারাবাংলা/এসএস

টস দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর