অশ্রুসিক্ত ভক্তদের আকুতি, ‘ফিরে আসুন তামিম’
৭ জুলাই ২০২৩ ১৮:০১ | আপডেট: ৭ জুলাই ২০২৩ ১৯:৪৭
‘প্লিজ তামিম ভাই, প্লিজ ফিরে আসুন। আপনার বিকল্প এখনো তৈরি হয়নি, প্লিজ ফিরে আসুন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি চাইলে সম্ভব। প্লিজ তামিম ইকবালকে ফিরিয়ে আনুন।’ ভীড়ের মধ্যে মাঝবয়সী একজন ব্যক্তি এভাবেই বিলাপ করছিলেন আর কাঁদছিলেন। মানববন্ধনে এমন কান্না দেখা গেল অনেকেরই চোখে। গতকাল আকষ্মিক ভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তামিমকে ফেরানোর আকুতি নিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন ভক্তরা।
গতকাল তামিমের হঠাৎ অবসর ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় চলছে। শুধু ক্রিকেটাঙ্গন নয়, দেশের সকল পর্যায়ে আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। তামিমের এমন বিদায় মানতে পারছেন না অনেকেই। বিসিবির দিকে আঙ্গুল তুলেছেন অনেকে।
তামিমের জন্মস্থান চট্টগ্রামে কাল থেকেই একটা অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে মানববন্ধনের ডাক দেওয়া হয়। আজ শুক্রবার (৭ জুলাই) জুম্মা নামাযের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন সাথে বিভিন্নভাবে বিক্ষিভ করছেন ভক্তরা। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনেও জড়ো হয়ে তামিমের ফেরার আকুতি জানিয়েছেন তামিমভক্তরা। বিসিবি কার্যালয়ের সামনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ।
জুম্মার নামাযের পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন তামিম ভক্তরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বহু লোকের জমায়েত দেখা যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। ‘বিশ্বকাপে তামিম ভাই, বীরের বেশে দেখতে চাই’ এমন স্লোগানে তামিমকে ফেরানোর আকুতি জানিয়েছেন ভক্তরা।
আফগানিস্তান সিরিজ খেলতে বাংলাদেশ দল উঠেছে চট্টগ্রামের হোটেল রেডিসনে। রেডিসন হোটেলের সামনেও মানববন্ধন করেছেন তামিমভক্তরা। সবচেয়ে বড় জমায়েতটা হয়েছে তামিম ইকবালের চট্টগ্রামের বাড়ির সামনে। জুম্মার নামাযের পর শত শত লোক জড়ো হয় তামিমের বাড়ির সামনে।
স্লোগানে স্লোগানে তামিমের ফেরার আকুতি জানান ভক্তরা। গণমাধ্যমের ক্যামেরার সামনে তামিমের ফেরার আকুতি নিয়ে কেঁদেছেন বহুজন। তামিমের পরিবারকেও ছুয়ে গেছে ভক্তদের এই আকুতি। জানালা দিয়ে তামিমের মা উকি দিয়ে দেখেছেন তামিমের জন্য ভক্তদের কান্না।
গতকাল অনেকটা হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন তামিম। বিভিন্ন সূত্র মনে করছে, বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের কড়া কথার প্রেক্ষিতেই হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন তামিম।
তামিম অবসর ঘোষণার পর রাতে বোর্ড মিটিং করেছে বিসিবি। বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, তামিম অবসর ভেঙে ফিরে আসবেন এই প্রত্যাশা বিসিবির। তিনিসহ বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর চেষ্টাও করা হচ্ছে বলেছেন তিনি।
এদিকে, অবসর বিষয়ে কথা বলতে তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে দুপুরের পর গণভবনে গেছেন তামিম। সেখানে উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও।
সারাবাংলা/এসএইচএস