আমরা চাই তামিম অবসর ভেঙে ফিরে আসুক: পাপন
৭ জুলাই ২০২৩ ০২:১০ | আপডেট: ৭ জুলাই ২০২৩ ১৭:১৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা যেন বিনা মেঘে বজ্রপাত ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেটে। তামিমের অবসরের পর তড়িৎ বৈঠক ডাকে বিসিবি। বোর্ড পরিচালকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, আমরা চাচ্ছি অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক তামিম ইকবাল।
অভিমানে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কান্নাজড়িত কণ্ঠে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার পর থেকেই বিষয়টি সর্ব মহলে আলোচনার শীর্ষে। তড়িঘড়ি করে বৈঠক ডাকে বিসিবিও।
এক প্রশ্নের উত্তরে নাজমুল হোসেন পাপন বলেন, ‘আমাদের কাছে এখনো ওয়ানডে অধিনায়ক তামিম। এখন অবধি এটাই আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন আফগানিস্তান সিরিজে খেলা পরিচালনা করবে। আছে লিটন দাস। আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চাচ্ছি তামিম সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে তো আমাদের কাছে পদত্যাগ করেনি!’
তামিমকে অবসর সিদ্ধান্ত থেকে ফেরানোর চেষ্টাও করছেন বলে জানান বিসিবি সভাপতি। সকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু ফোন ধরছেন না তামিম। দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও যোগাযোগ করার চেষ্টা করেছেন বলেছেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘সকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। তখন আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব, কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তামিমের সঙ্গে যোগাযোগ এবং তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে। দেখতে হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করব এটার একটা সমাধান পাওয়া যাবে। একটা সিরিজ চলছে, সে অধিনায়ক, শুধু প্লেয়ার নয়; একজন অধিনায়ক হঠাৎ করে বলল, আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না। আমি মনে করি এটা ঠিক না।’
আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলেছেন পাপন। তার সঙ্গে অভিমান করেই তামিম অবসর নিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কয়েকবার কথা বলেছি ভবিষ্যৎ নিয়ে। সে বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি বিশ্বকাপে সে-ই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেনসি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।’
সারাবাংলা/এসএইচএস