কেন এভাবে অবসর নিলেন তামিম?
৬ জুলাই ২০২৩ ১৮:৪১ | আপডেট: ৬ জুলাই ২০২৩ ১৯:২৪
‘তামিম ভাই এটা আপনি কি করলেন? কেন করলেন? এটা হতে পারে না, আমি মানতে পারতেছি না ভাই।’ বাংলাদেশ ক্রিকেট দলের পাঁড় সমর্থক এবং পরিচিত মুখ শোয়েব আলির এমন একটা কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শোয়েবের মতো তামিমের এমন বিদায় মানতে পারছেন না অনেকেই। হঠাৎই সংবাদ সম্মেলন ডেকে আজ কাঁদতে কাঁদতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নায় বারবার কথা আটকে যাচ্ছিল, কণ্ঠ আকড়ে আসছিল তামিমের। কান্না সামলাতে বারবার মুখ আড়াল করছিলেন, চোখ মুছছিলেন। তামিমের কাণ্ঠাভেজা কণ্ঠ মাঝেমধ্যে ডুকরেও উঠল। প্রায় ১৫ মিনিটের সংবাদ সম্মেলনে তামিম কাঁদলেন প্রায় অর্ধেক সময় ধরেই। তাতে চোখ ভিজেছে সংবাদ সম্মেলন কক্ষে থাকা এবং বিভিন্ন মাধ্যমে সম্প্রচার বহু মানুষের।
তামিমের এই হঠাৎ অবসর এখন সবচেয়ে বেশি আলোচিত। দেশে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও। সমাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে রীতিমতো। হঠাৎ কেন এতো বড় ঘোষণাটা দিলেন তামিম?
একটু পেছন ফিরে তাকালে দেখা যাবে তামিমের সাম্প্রতিক ফর্ম ও স্ট্রাইকরেট নিয়ে বেশ কথা হচ্ছিল। বোর্ডের অভ্যন্তরেও সেই আলোচনা গড়িয়েছে বলে খবর। ফিটনেস ইস্যু আলোচনা অন্য দিকে ঘুরে দিয়েছে। পিঠের পুরনো চোট জেগে উঠায় ঈদের আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটা খেলেননি তামিম। ঈদের পর ওয়ানডে সিরিজের আগে অনুশীলনেও ব্যথা অনুভব করেছেন। ফলে প্রথম ওয়ানডেতে তার খেলা না খেলা নিয়ে শঙ্কা দেখা হচ্ছিল।
তবে তামিম প্রথম ওয়ানডের আগে নিজেই জানিয়ে দেন, তিনি পুরোপুরি ফিট নয় তবে খেলবেন। ফিট না থেকেও তামিমের খেলার এই কথার কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটারদের চোট টুকটাক লেগেই থাকে, এমন কথা অনেকেই বলে থাকেন।
দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন তামিমের কথার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফোন করে তামিমের বিষয়ে দীর্ঘক্ষণ ধরে ‘চিল্লাচিল্লি’ করেছেন, এমন কথাও বলেছেন পাপন।
বিসিবি সভাপতির কথাগুলো ছিল এমন, ‘এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!’
অনেকেই মনে করছেন, বোর্ড প্রধানের এমন মন্তব্য এবং হেড কোচের ‘চিল্লাচিল্লির’ খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়াটার অপমানটা সহ্য করতে পারেননি তামিম। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণেই।
এই ঘটনা ছাড়া তামিমের হঠাৎ অবসর নেওয়ার মতো কোনো ঘটনা আপাতত দেখা যাচ্ছে না। তামিম অবসর ঘোষণার পর নিজেও কারণ হিসেবে কিছু বলেননি। একবার বলতে শুরু করেও থেমে গেলেন, ‘আমি অনেক কিছু আসলে বলতে চাই, তবে…….।’ শেষে কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। শেষ দিকে অনুরোধ করেছেন, ‘আমার বিষয়টি এখানো শেষ হতে দিন। দয়া করে এটা নিয়ে বেশি খোটাখুটি করবেন না।’
কিন্তু আলোচনা থেমে নেই। সমাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় চলছে। আলোচনা বিষয়বস্তু হয়েছে দেশি-বিদেশি মিডিয়াতেও।
এদিকে, তামিম ইস্যুতে জরুরী বোর্ড মিটিং ডেকেছে বিসিবি। রাজধানীর একটা হোটেলে আজ রাত ১০টায় অনুষ্ঠিত হবে এই মিটিং। তাতে বোর্ডের পরিচালকদের সঙ্গে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনও। রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা বিসিবির। সার্বিক বিষয়ে বিসিবির অবস্থান হয়তো তখনই নিশ্চিত হওয়া যাবে।
সারাবাংলা/এসএইচএস