আবেগের কাছে পরাস্ত হলেন তামিম
৬ জুলাই ২০২৩ ১৩:২৫ | আপডেট: ৬ জুলাই ২০২৩ ১৪:০৭
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অর্থাৎ ওয়ানডের সঙ্গে টেস্টও খেলবেন না বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটার। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ২০২০ সালে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম। তখনই অনুমান করা যাচ্ছিল বড় কোনো ঘোষণার। আর সত্যি হলোই তাই। বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
তামিমের সংবাদ সম্মেলন সকাল থেকেই আগ্রহের কেন্দ্রে ছিল। সংবাদ সম্মেলন কক্ষেও সেটার প্রতিফলন দেখা গেছে। তামিম এসে প্রথমেই বললেন, ‘আল্লাহর ওয়াস্তে আমাকে দুইটা মিনিট কথা বলতে দেন।’
কান্নায় বারবার কথা আটকে যাচ্ছিল, কণ্ঠ আকড়ে আসছিল। কান্না সামলাতে বারবার মুখ আড়াল করছিলেন তামিম, চোখ মুছছিলেন বারবার। কান্নারত কণ্ঠে বলে দিলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।’
থেমে থেমে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা বলতে থাকেন, ‘আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন।’
তামিমের কান্নাভেজা কণ্ঠ মাঝে মাঝে ডুকরেও উঠেছে! বলেছেন, ‘আমি সব সময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’
বারবার চোখ মুছতে মুছতে সকলকে ধন্যবাদ দিয়েছেন তামিম, ‘আমি আরও কয়েকজনকে ধনন্যবাদ জানাতে চাই। আমার সবচেয়ে ছোট চাচা, যিনি ইন্তেকাল করেছেন, তাঁর নাম আকবর খান, যাঁর হাত ধরেই আমি প্রথম ক্রিকেট বলে টুর্নামেন্ট খেলেছি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তপন দা নামে একজন কোচ আছেন, তাঁর কাছে আমি ঋণী।’
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিমের। ওই বছরের সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে আর পরের বছর জানুয়ারিতে অভিষেক ঘটে সাদা পোশাকে।
এরপর দেশের ক্রিকেটের একের পর এক রেকর্ড ভেঙেছেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি অনেক বছর আগ থেকেই। ১৬ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে তামিম ইকবালের রান ১৫ হাজার ২০৫। টেস্টে ৭০ ম্যাচে ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটিতে রান ৫১৩৪। ওয়ানডেতে ২৪১ ম্যাচে ১৪টি সেঞ্চুরি আর ৫৬টি ফিফটি। টি-টোয়েন্টিতে ৭৮টি ম্যাচে এক সেঞ্চুরি আর ৭টি ফিফটিতে ১৭৫৮ রান তামিমের। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি তামিমের।
সারাবাংলা/এসএইচএস/এসএস