Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন আফগান অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৩ ২০:৪২ | আপডেট: ৫ জুলাই ২০২৩ ০৯:৪৫

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও তিন ম্যাচের এই সিরিজটা যথেষ্ট গুরুত্ব দুই দলের কাছেই। কারণ সামনেই বিশ্বকাপ। ঈদের আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে স্রেফ উড়ে গিয়েছে আফগানিস্তান। ঢাকায় আফগানদের ৫৪৬ রানে হারিয়েছিল বাংলাদেশ, যা টেস্টে গত ৮৯ বছরের মধ্যে সবচেয়ে বড় জয়। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়ে রাখলেন, টেস্টের ক্ষত ভুলে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ‘দেখিয়ে দিতে’ প্রস্তুত তারা।

বিজ্ঞাপন

আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পুরো সিরিজই হবে এই মাঠে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলছিলেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’

শাহিদি যোগ করেন. ‘আমরাও এখানে খেলতে এসেছি স্যার। ক্রিকেট খেলে ম্যাচ জিততে এসেছি। অবশ্যই তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমরাও এখানে ভালো খেলে জিততে এসেছি। আমরা গত ২ বছর ধরে ভালো ক্রিকেট খেলছি।’

বাংলাদেশ ওয়ানডেতে গত কয়েক বছর ধরেই ভালো দল। শুধুমাত্র নিজেদের মাঠে নয়, বিদেশের মাটিতেও সম্প্রতি দুর্দান্ত রেকর্ড বাংলাদেশের। এবারের আইসিসি সুপার লিগেও দুর্দান্ত টাইগাররা। ২৪ ম্যাচ খেলে জিতেছে ১৫টিতেই। সুপার লিগে বাংলাদেশের চেয়ে বেশি জয় আছে মাত্র একটা দলের, নিউজল্যান্ডের। ২৪ ম্যাচের ১৬টি জিতেছে কিউইরা। পয়েন্ট টেবিলে বাংলাদেশ তিন নম্বরে।

হাশমতউল্লাহ শাহিদি বারবার স্মরণ করিয়ে দিতে চাইলেন, আফগানরাও গত দুই বছরে নিজেদের অনেক উন্নতি করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। ভালো একটি দল গঠন করতে পেরেছি। আমরা এটি নিয়ে কাজ করছি এবং উন্নত করছি। ওয়ানডেতে আমরা ভালো দল। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’

বিজ্ঞাপন

আগামীকাল দুপুর ২ টায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর