পুরো ফিট নই তবে খেলব: তামিম
৪ জুলাই ২০২৩ ১৪:৩২ | আপডেট: ৪ জুলাই ২০২৩ ১৪:৪০
রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছিল কদিন ধরেই। পুরনো পিঠের চোট নতুন করে জেগে উঠায় ঈদের আগে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে পারেননি তামিম। চোট এখনো পুরোপুরি সেরে উঠেনি। ফলে তামিম প্রথম ওয়ানডেতে খেলবেন কিনা তেমন একটা আলোচনা চলছিল। তবে তামিম জানালেন, শতভাগ ফিট না হলেও কাল প্রথম ওয়ানডেতে খেলবেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই আজ মঙ্গলবার (৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম নিজের অবস্থান নিয়ে বলেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ঠিক আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।’
বাংলাদেশ দলের ক্রিকেটাররা আজ সকলে অনুশীলন করেছেন। তবে তামিম ব্যাটিং, ফিল্ডিং কোনটিই করেননি। গতকাল অবশ্য থ্রো ডাউনের বিপক্ষে মিনিট বিশেক অনুশীলন করেছিলেন।
এমন অবস্থা নিয়ে খেলা বিষয়ে তামিম বলেন, ‘আমারও দেখতে হবে আমি কতটা মানিয়ে নিতে পারছি বা পারছি না। তবে আমি এ রকম কোনো কাজ করব না, যেটায় দল ভুগবে। কারণ আমি সব সময় বলি, যেকোনো ব্যক্তির চেয়ে দল আগে। আমার এখন মনে হচ্ছে, আমি আগামীকালের জন্য প্রস্তুত।’
ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কাল কী হয়!’
তিন ম্যাচের এই সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তের সিরিজ বলে দুই দলই সমান সিরিয়াস। চট্টগ্রামে আগামীকাল দুপুর ২টায় প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান।
সারাবাংলা/এসএইচএস