Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৩ ২০:২০

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে অধিনায়কের দায়িত্বে যথারীতি রশিদ খান। ইনজুরির কারণে গত আইপিএল থেকে দলের বাইরে ছিলেন রশিদ।

রশিদের নেতৃত্বে বেশ শক্ত দলই গড়েছে আফগানিস্তান। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গে থাকছেন যথারীতি মুজিব-উর রহমান, মোহাম্মদ নবি। পেস আক্রমণে ফজল হক ফারুকির সঙ্গে সদ্য আইপিএল খেলা নাভিন উল হক। হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুলবাজরা থাকছেন ব্যাটিং ইউনিটে।

বিজ্ঞাপন

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪ জুলাই প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে দুই দল। ১৬ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, সাদিকুল্লাহ অতল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্ড ফরিদ আহমেদ মালিক, নূর আহমদ ও মুজিব উর রহমান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ রশিদ খান

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর