Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফের সেমিফাইনালে বাংলাদেশ, ঈদের আনন্দ বাড়িয়ে দিলেন জামালরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৩ ২২:০৭ | আপডেট: ২৮ জুন ২০২৩ ২২:৪৮

রাত পোহালে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল আযহা। আগের রাতে দেশবাসির ঈদের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভূটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশ। সেমিতে যেতে ভূটানের বিপক্ষে ড্র করলেই চলত জামাল ভূইয়াদের। এমন সমীকরণে মাঠে নেমে আজ ৩-১ গোলের স্মরণীয় জয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

সর্বশেষ ২০০৯ সালে সাফের সেমিফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ। সে হিসেবে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ২০১১, ২০১৩, ২০১৫ ও ২০১৮ সালের সাফে বাংলাদেশ বাদ পরেছিল গ্রুপ পর্বেই। ২০২১ সালের সাফে গ্রুপ পর্ব ছিল না। বাংলাদেশ সেবার পাঁচ দলের মধ্যে হয়েছিল চতুর্থ। এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন জামাল ভূইয়ারা।

বিজ্ঞাপন

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। ১ জুলাই সেমিফাইনালের লড়াইয়ে নামবে বাংলাদেশ। অপর সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ লেবানন।

‘ভূটানকে হারিয়ে দেশবাসিকে ঈদের উপহার দিতে চাই’ ম্যাচের আগে কথাটা বলেছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। বেঙ্গালুরুর কান্ডিভারা স্টেডিয়ামে আজ (২৮ ‍জুন) কথা রেখেছেন জামাল ও তার দল। অবশ্য ম্যাচে বাংলাদেশই পিছিয়ে পরেছিল আগে। ম্যাচের ১২ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে ১-০ গোলে এগিয়ে যায় ভূটান। তবে বাংলাদেশ প্রত্যাবর্তণের গল্প লিখেছে দুর্দান্তভাবে।

প্রথমার্ধেই তিন গোল আদায় করে নিয়ে ভূটানকে ম্যাচ থেকে প্রায় ছিটকে ফেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। যাতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুটা ছিল ভূটানের। সেমিফাইনালে যেতে হলে ২ গোলের ব্যবধানে জিততে হতো দলটিকে। ম্যাচের শুরু থেকেই তাই গোলের জন্য খেলেছে দলটি। ম্যাচের ১২ মিনিটে সফলও হয়েছে। বক্সের অনেকটা বাইরে থেকে তেন্দা দর্জির দুর্দান্ত শট জড়ে যায় বাংলাদেশের জালে।

খানিক বাদে বাংলাদেশের তিন ফুটবলারকে কাটিয়ে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন নিমা। কিন্তু বল বাংলাদেশি গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে। গোলবঞ্চিত হয় ভূটান। বাংলাদেশের ‍ঘুরে দাঁড়ানো সেখান থেকেই।

২২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শেখ মোরছালিন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো এক শটে ব্যবধান ১-১ করেন তরুণ মিডফিল্ডার। ৩০ মিনিটে ব্যবধান ২-১ হয়েছে আত্মঘাতি গোলে। বক্সের ভেতর জামাল ভূইয়াকে বল দিতে চেয়েছিলেন রাকিব। কিন্তু প্রতিপক্ষ এক ফুটবলারের পায়ে লেগে বল চলে যায় ভূটানের জালে, ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এর ছয় মিনিট পর আবারও গোলের উল্লাস করেছে বাংলাদেশ। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে বল জালে জড়িয়ে দেন রকিব, ব্যবধান ৩-১ হয়ে পরে। ১৪ বছর পর বাংলাদেশে সাফের সেমিতে যাওয়ার দরজাটা সেখানেই খুলে গিয়েছিল। এরপর ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো ভূটানকে। বাংলাদেশ তাদের সেই সুযোগটাই দেয়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে ভূটানকে গোল করতে দেয়নি বাংলাদেশ।

বাংলাদেশের সেমিফাইনালের রাস্তাটা সহজ করে দিয়েছিল লেবানন। বিকেলে মালদ্বীপকে ১-০ গোলে হারায় লেবানন। যাতে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় ভূটানের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনাল। সুযোগ থাকত এক গোলের ব্যবধানে হারলেও। কিন্তু ভূটানকে রীতিমতো উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল লাল সবুজের বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

সাফ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর