বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ, বাংলাদেশের ৯ ম্যাচ ৬ ভেন্যুতে
২৭ জুন ২০২৩ ২১:৪০ | আপডেট: ২৮ জুন ২০২৩ ০৯:৪৩
অবশেষে প্রকাশিত হলো আসন্ন ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনের দিনই। ৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে তামিম ইকাবলের দল।
মঙ্গলবার (২৭ জুন) মুম্বাইয়ের এক হোটেলে সংবাদ সম্মেলন করে আসন্ন বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ১৫ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম দুই সেমিফাইনাল। কলকাতায় পরের দুই সেমিফাইনাল হবে ১৬ নভেম্বর। ফাইনাল ও সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে।
বাংলাদেশ গ্রুপ পর্বের মোট নয়টি ম্যাচ খেলবে ছয়টি ভেন্যুতে। ধর্মশালায়ে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। তারপর পুনে, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও দিল্লি ঘুরে নিজেদের গ্রুপ পর্বের ৯ ম্যাচ খেলবেন টাইগাররা। ধর্মশালায়, পুনে ও কলকাতাতে গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।
বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাদে বাকি সব ম্যাচই হবে দিবা- রাত্রীর। দিবা-রাত্রীর ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২ টা ৩০ মিনিটে। আর সকালের ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ সকালে খেলবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপ পর্বের বাকি সব ম্যাচই দিবা-রাত্রীর।
দশ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। তার মধ্যে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের ভিত্তিতে আটটি দল চূড়ান্ত। বাকি দুই দল চূড়ান্ত হবে বাছাই পর্বে। যে বাছাই পর্ব এখন চলছে জিম্বাবুয়েতে। আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বাছাই পর্ব পেরুলে তারা ‘বাছাই ১’ দল হিসেবে সূচিতে যুক্ত হবে। আর শ্রীলংকা বাছাই পর্ব পেরুলে তারা ‘বাছাই ২’ দল হিসেবে সূচিতে যুক্ত হবে।
বিশ্বকাপে চূড়ান্ত সূচি:
৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড, আহমেদাবাদ
৬ অক্টোবর বাছাই ১- পাকিস্তান, হায়দরাবাদ
৭ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা
৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা- বাছাই ২, দিল্লি
৮ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া, চেন্নাই
৯ অক্টোবর নিউজিল্যান্ড- বাছাই ১, হায়দরাবাদ
১০ অক্টোবর বাংলাদেশ- ইংল্যান্ড, ধর্মশালা
১১ অক্টোবর ভারত-আফগানিস্তান, দিল্লি
১২ অক্টোবর পাকিস্তান- বাছাই ২, হায়দরাবাদ
১৩ অক্টোবর অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকা, লক্ষ্ণৌ
১৪ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই
১৪ অক্টোবর ইংল্যান্ড- আফগানিস্তান, দিল্লি
১৫ অক্টোবর ভারত-পাকিস্তান, আহমেদাবাদ
১৬ অক্টোবর অস্ট্রেলিয়া-বাছাই ২, লক্ষ্ণৌ
১৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা- বাছাই ১, ধর্মশালা
১৮ অক্টোবর নিউজিল্যান্ড-আফগানিস্তান, চেন্নাই
১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ, পুনে
২০ অক্টোবর অস্ট্রেলিয়া-পাকিস্তান, বেঙ্গালুরু
২১ অক্টোবর ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২১ অক্টোবর বাছাই ১ – বাছাই ২, লক্ষ্ণৌ
২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড, ধর্মশালা
২৩ অক্টোবর পাকিস্তান-আফগানিস্তান, চেন্নাই
২৪ অক্টোবর বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২৫ অক্টোবর অস্ট্রেলিয়া- বাছাই ১, দিল্লি
২৬ অক্টোবর ইংল্যান্ড- বাছাই ২, বেঙ্গালুরু
২৭ অক্টোবর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, চেন্নাই
২৮ অক্টোবর বাংলাদেশ- বাছাই ১, কলকাতা
২৮ অক্টোবর অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড, লক্ষ্ণৌ
৩০ অক্টোবর আফগানিস্তান- বাছাই ২, পুনে
৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান, কলকাতা
১ নভেম্বর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, পুনে
২ নভেম্বর ভারত- বাছাই ২, মুম্বাই
৩ নভেম্বর আফগানিস্তান – বাছাই ১, লক্ষ্ণৌ
৪ নভেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, আহমেদাবাদ
৪ নভেম্বর নিউজিল্যান্ড-পাকিস্তান, বেঙ্গালুরু
৫ নভেম্বর ভারত- দক্ষিণ আফ্রিকা, কলকাতা
৬ নভেম্বর বাংলাদেশ- বাছাই ২, দিল্লি
৭ নভেম্বর অস্ট্রেলিয়া- আফগানিস্তান, মুম্বাই
৮ নভেম্বর ইংল্যান্ড – বাছাই ১, পুনে
৯ নভেম্বর নিউজিল্যান্ড- বাছাই ২, বেঙ্গালুরু
১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান, আহমেদাবাদ
১১ নভেম্বর ভারত- বাছাই ১, বেঙ্গালুরু
১২ নভেম্বর ইংল্যান্ড- পাকিস্তান, কলকাতা
১২ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে (ডে ম্যাচ)
১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল – মুম্বাই
১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল- কলকাতা
ফাইনাল
১৯ নভেম্বর – আহমেদাবাদ
সারাবাংলা/এসএইচএস