Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ১৯:২৬ | আপডেট: ২৬ জুন ২০২৩ ১১:১৭

অক্টোবরে ভারতে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে সুপার লিগ পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশ অনেক বছর ধরেই শক্ত প্রতিপক্ষ। হাশান তিলকরত্নে মনে করছেন, এবার বিশ্বকাপ জয়ের সম্ভবনাও আছে বাংলাদেশের।

১৯৯৬ সালে অনেকটা সাদামাটা একটা দল নিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা। হাশান তিলকরত্নে ছিলেন সেই দলের সদস্য। বিশ্বকাপজয়ী শ্রীলংকান এখন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ।

বিজ্ঞাপন

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে নারী দল। আজ রোববার (২৫ জুন) অনুশীলনের ফাঁকে তিলকরত্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে উঠল ছেলেদের বিশ্বকাপ প্রসঙ্গ। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সম্ভবনা কেমন, কতদূর পর্যন্ত যেতে পারেন টাইগাররা, ফাইনাল খেলার স্বপ্ন কি দেখতে পারে?

এমন প্রশ্নের জবাবে তিলকরত্নে বলেন, ‘অবশ্যই (বাংলাদেশ ফাইনালে যেতে পারে)। আপনি যদি নাম দেখেন তাহলে তারা শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপ জেতার সব রসদ আছে তাদের। তাদেরকে নিজেদের ভেতর বিশ্বাস আনতে হবে। একে অন্যকে সমর্থন যোগাতে হবে।’

১৯৯৬ সালের বিশ্বকাপ হয়েছিল এশিয়াতে। ফলে চেনা কন্ডিশনের সাহায্যটা পেয়েছিল শ্রীলংকা। এবারও এশিয়ায় খেলা হবে। বাংলাদেশও পাবে চেনা কন্ডিশনের সুবিধা। তিলকরত্নে মনে করছেন বিশ্বকাপ জয়ের সম্ভবনা আছে বাংলাদেশের, ‘১৯৯৬ সালে উপমহাদেশে খেলা হয়েছিল। যা আমাদের সাহায্য করেছে। ওই সময় আমরা খুব অভিজ্ঞ দল ছিলাম। এখানকার বাংলাদেশের মতন। বাংলাদেশে বেশ কজন বিশ্বমানের খেলোয়াড় আছে। তারা যদি এক হয় বিশ্বাস করে। তাহলে তারা বিশ্বকাপ জেতার দিকে ছুটে যেতে পারে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ এবারের বিশ্বকাপে অন্যতম সেরা অভিজ্ঞ দল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দেড় যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্তরাও এখন অভিজ্ঞ।

অভিজ্ঞতা, কন্ডিশন ও দলীয় সমন্বয় বিবেচনায় বাংলাদেশের ভালো সম্ভবনাই দেখছেন তিলকরত্নে। বলেছেন, ‘ক্রিকেট খুব অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে আমরা জিতব কেউ আশা করেনি। কিন্তু যেটা হচ্ছে নিজেদের খেলাটা খেলতে পারা। অভিজ্ঞ ও তরুণরা আছে। তারা যদি একসঙ্গে খেলতে পারে। কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে, একে অন্যকে বোঝে তাহলে জেতা সম্ভব।’

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ টপ নিউজ হাশান তিলকরত্নে

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর