Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ সহজ হবে না: তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৩ ১৯:২৫ | আপডেট: ২০ জুন ২০২৩ ১৯:৪৬

একমাত্র টেস্টে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কদিন আগে মিরপুরে আফগানদের বিপক্ষে ৫৪৬ রানে জিতেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে রানের হিসেবে সর্বোচ্চ জয় এটা। পবিত্র ঈদ-উল-আযহার পর আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তারকা পেসার তাসকিন আহমেদ মনে করছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সহজ হবে না।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পেসাররাই জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে একাই চার উইকেট নিয়েছেন তাসকিন। পুরো ম্যাচে আফগানিস্তানের ২০ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশি পেসাররা। অতীতে এক টেস্টে কখনোই এতো উইকেট পায়নি বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট। শুধু এই টেস্ট নয়, অনেকদিন ধরেই বাংলাদেশের পেস আক্রমণের উন্নতি লক্ষণীয়। আফগানদের বিপক্ষে সিরিজ সহজ হবে না বলে নিজ দলের পেসারদের উন্নতির কথাও স্মরণ করিয়ে দিলেন তাসকিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুন) একটি বিজ্ঞাপনি অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তাসকিন বলছিলেন, ‘চ্যালেঞ্জিং হবে (আগামী সিরিজ)। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবারই প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত এটি সহজ হবে না।’

‘শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। কিন্তু তবুও নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য নির্দিষ্ট করে।’

বিজ্ঞাপন

একমাত্র টেস্ট খেলে ফিরে গেছেন আফগানরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৫ জুলাই থেকে। এই সিরিজের পর এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। তার পরপরই ওয়ানডে বিশ্বকাপ।

বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে অনেক বছর ধরেই ভালো দল। ফলে এবারের ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে বড় স্বপ্ন অনেকের। তাসকিনও আশার কথা শোনালেন। তাসকিন বলেছেন, ‘সেরাটা দিয়ে ফলাফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী, এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। সবকিছু পর্যায়ক্রমে তৈরি হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর