Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৩ ১৬:২৭ | আপডেট: ২০ জুন ২০২৩ ২০:২৮

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সেমিফাইনালে পাকিস্তান নারী দলকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালের ম্যাচটি নেমে আসে ৯ ওভারে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৫৯ রানের পুঁজি দাঁড় করায়। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সামনে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ৫৩ রানে। যদিও পাকিস্তানের মাত্র ৪টি উইকেট তুলে নিতে পারে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

৬ রানের এই জয়ে বাংলাদেশ পৌঁছে যায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে। এর আগে সোমবার ভারত ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে রিজার্ভ ডে’তে চলে যায়। এরপর রিজার্ভ ডে’তেও বৃষ্টি হলে ম্যাচ আর মাঠে গড়াতে পারেনি। বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ানোয় শেষ পর্যন্ত পয়েন্টের ভিত্তিতে ফাইনালের টিকিট কাটে ভারত।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত।

সারাবাংলা/এসএস

ইমার্জিং নারী এশিয়া কাপ টপ নিউজ ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ নারী দল বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর