আমি নই, রেকর্ডই আমার পেছনে ছোটে—রোনালদো
২০ জুন ২০২৩ ১৫:২৬ | আপডেট: ২০ জুন ২০২৩ ১৫:৩২
সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের নামের পাশে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন এক রেকর্ড রোনালদোর পেছনে দাঁড়িয়ে। ছেলেদের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়ার দ্বারে দাঁড়িয়ে পর্তুগিজ এই কিংবদন্তি। এমন রেকর্ডের সামনে দাঁড়িয়ে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী জানালেন, তিনি রেকর্ডের পেছনে ছোটেন না, রেকর্ডই তার পেছনে ছোটে।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন রোনালদো। মঙ্গলবার ইউরো ২০২৪’র বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে নতুন রেকর্ড গড়বেন তিনি।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরারও রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার পর্তুগালের হয়ে গোল করেছেন ১২২টি। কাতার বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেন ৩৮ বছর বয়সী রোনালদো।
ইউরো বাছাইপর্বে এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয় পেয়ে গ্রুপ জে’র শীর্ষে পর্তুগাল। সর্বশেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে তারা হারিয়েছে ৩-০ গোলে। রোনালদোও আছেন ছন্দে। সর্বশেষ ম্যাচে গোল না পেলেও বেলজিয়ামের সাবেক কোচ রবার্টো মার্টিনেজ পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর তিন ম্যাচে ৪ গোল করেছেন রোনালদো।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে অংশগ্রহণ ও গোল করার কীর্তি রয়েছে রোনালদোর দখলে।
আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকালের সংবাদ সম্মেলনেও রোনালদোকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’
সারাবাংলা/এসএস