সৌম্য সরকারকে নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা
২০ জুন ২০২৩ ০১:১২ | আপডেট: ২০ জুন ২০২৩ ১১:২১
আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাইফ হাসান। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার সৌম্য সরকারকে রাখা হয়েছে দলে।
জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টি খেলা সৌম্য অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে। তবে চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচ হয়ে আসার পর থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছেন সৌম্য। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে দারুণ একটা সেঞ্চুরি নতুন করে আলোচনায় এসেছেন ৩০ বছর বয়সী তরুণ। এবার ডাক পেলেন ইমার্জিং এশিয়া কাপের দলেও।
সৌম্যর পাশাপাশি আরেক তরুণ ওপেনার নাঈম শেখের নামও আছে স্কোয়াডে। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররাও আছেন ইমার্জিং এশিয়া কাপের দলে।
৫০ ওভারের ইমার্জিং এশিয়া কাপে খেলবে মূলত অনূর্ধ্ব-১৯ দল। তবে দলে চারজন সিনিয়র ক্রিকেটার থাকতে পারবেন। সৌম্য সাইফ হাসানরা দলে সুযোগ পেয়েছেন সেই কোটাতেই।
এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়। আগামী ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিবে মোট আটটি দল। বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’তে। ‘বি’ গ্রুপের অপর দলগুলো হলো- স্বাগতিক শ্রীলংকা, আফগানিস্তান ও ওমান। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো- পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল।
স্কোয়াড:
সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মুশফিক হাসান, আকবর আলি, নাঈম শেখ।
রিজার্ভ:
অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।
সারাবাংলা/এসএইচএস