Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শান্তর সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১১:৫৫ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৫:২৭

হাশমতউল্লাহ শাহীদির বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল পূর্ন করার পরই হেলমেট খুলে ফেললেন নাজমুল হোসেন শান্ত। তারপর লম্বা একটা লাফ। ব্যাটে এঁকে দিলেন উড়ন্ত চুমু। গত পরশু এমন উদযাপন করেছিলেন শান্ত, আজও করলেন। মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করার অসাধারণ কৃর্তি গড়েছেন ফর্মে থাকা তরুণ ব্যাটার।

শান্তর আগে বাংলাদেশের পক্ষে মাত্র একজন একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। তিনি মুমিনুল হক। কী মিরাকল! শান্ত যখন এই কৃর্তি গড়লেন মুমিনুলতখন ছিলেন ক্রিজের অপরপ্রান্তে। দুর্দান্ত শান্ততে ইতোমধ্যেই লিডের পাহাড়ে চাপা পড়েছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৩৮২ রান। আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৬ রানেই। যাতে প্রথম ইনিংসেই ২৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দাপটে সেই লিডটা বেড়ে এখন ৪৬৩।

শুক্রবার (১৬ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। জাকির হাসান ও শান্ত দুজনেই অপরাজিত ছিলেন ৫৪ রানে। গতকাল যেখানে শেষ করেছিলেন আজও যেন ঠিক সেখান থেকেই শুরু করেন দুজন।

দুজনই দ্রুত গতিতে রান তুলতে চেয়েছেন। তবে জাকিরের চেয়ে শান্ত তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিলেন। জাকির ব্যক্তিগত ৭১ রানের মাথায় রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। তবে শান্ত চালিয়েই গেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ১১৮ বলে। দ্বিতীয় ইনিংসে আজ সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ১১৫ বল। ১৪টি চারের সাহায্যে এই রান করেছেন শান্ত।

বিজ্ঞাপন

দু্ই ইনিংস মিলিয়ে এই টেস্টে শান্ত এখন পর্যন্ত  চার মেরেছেন ৩৭টি। বাংলাদেশি কোনো ব্যাটারের এক ম্যাচে সর্বোচ্চ চার হাকানোর রেকর্ড এটা। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৩৩টি চার মেরেছিলেন তামিম।

২৩তম টেস্ট খেলতে নামা শান্তর ক্যারিয়ারে এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি। আগের ২২ টেস্টে সেঞ্চুরি ছিল দুইটি। ২৩তম টেস্টে পেলেন দুই সেঞ্চুরি।

সেঞ্চুরির পরও চালিয়ে খেলছেন শান্ত। এখন পর্যন্ত ১৩২ বল খেলে ১১২ রানে অপরাজিত তিনি। অপরপ্রান্তে মুমিনুল হক অপরাজিত ২৯ রানে।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর