Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের সামনে লিডের পাহাড় গড়তে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৭:৪৫ | আপডেট: ১৫ জুন ২০২৩ ১৮:০৩

আফগানিস্তানের বিপক্ষে কাল মিরপুর টেস্টের প্রথম দিনটা দুর্দান্ত কাটলেও আজ সকালে ধুঁকেছে বাংলাদেশ। মাত্র ২০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৩৮২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে দিনের বাকি সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসেও রান উৎসব শুরু করে দিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ লিডের পাহাড় উঠতে যাচ্ছে আফগানিস্তানের সামনে! প্রথম ইনিংসেই ২৩৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসসহ সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৭০ রানে। হাতে এখনো নয় উইকেট বলে লিডের পাহাড় গড়ার সুযোগই পাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৭ রান করেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে এরপর দিনের বাকি সময়ে আফগান বোলারদের আর সুযোগই দেননি অপর ওপেনার জাকির হাসান ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

১১৬ রানের অপরাজিত জুটি গড়ার পথে দুজনই ফিফটি পূর্ণ করেছেন। দিনের খেলা শেষে ৬৪ বলে ৬টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত জাকির। নাজমুল হোসেন শান্তও ৬৪ বল খেলে ৫৪ রানে অপরাজিত। তবে শান্ত চার হাঁকিয়েছেন ৮টি।

এর আগে বাংলাদেশের বোলিংয়ে ভুগেছে আফগানিস্তান। সকাল সকাল ৩৮২ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে আফগানদের প্রথম আঘাতটা দেন শরিফুল ইসলাম। শরিফুলের দারুণ এক সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইব্রাহিম জাদরান। আফগান ওপেনার ফিরেছেন ৬ রান করে।

বিজ্ঞাপন

খানিক বাদে আব্দুল মালিককে ফেরান ইবাদত হোসেন চৌধুরী। ইবাদতের দারুণ এক বাউন্স বল সামলাতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন আব্দুল মালিক। তিনি ফেরার আগে করেন ১৭ রান। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে আবারও উইকেট পেয়েছেন ইবাদত।

ইবাদতের লাফিয়ে উঠা বলে তাসকিন আহমেদের হাতে সহজ ক্যাচ দিয়েছেন রহমত শাহ। আফগানদের অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন মাত্র ২ রান করে। মধ্যাহ্ন বিরতির পর উইকেট দখলের মিছিলে ইবাদতের সঙ্গে বাংলাদেশের স্পিনাররাও যুক্ত হয়েছেন।

মধ্যাহ্ন বিরতির পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে ফেরান শরিফুল ইসলাম। শরিফুলের বাড়তি বাউন্স বল ঠিকভাবে সামলাতে পারেননি ৯ রান করা শাহিদি। স্লিপে ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরাজের হাতে। এরপর বলার মতো একটা জুটি গড়তে পেরেছেন আফগান দুই ব্যাটার আফছার জাজাই ও নাসির জামিল। পঞ্চম উইকেটে ৬৫ রান তোলেন দুজন।

তবে এই জুটি ভাঙতেই আবারও ধস নামে আফগান শিবিরে। দলীয় ১১৬ রানের মাথায় নাসির জামিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। ৪৩ বলে ৩৫ রান করে ফেরেন নাসির। পরের ওভারেই আফছার জাজাইকেও ফেরান ইবাদত হোসেন।

ইবাদতকে তুলে মারতে গিয়ে সীমানায় ক্যাচ হয়েছেন জাজাই, ফিরেছেন ৪০ বলে ৩৬ রান করে। খানিক বাদে ইবাদতের বাড়তি বাউন্স বল ঠিকভাবে খেলতে না পেরে শর্টে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়েছেন আমির হামজা। একটু পর ইয়ামিন আহমেদজাইকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের স্পিন বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইয়ামিন।

সাত নম্বরে নামা করিম জানাত অনেকক্ষণ ক্রিজে ছিলেন। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন অভিষিক্ত করিম। তবে ভালো সঙ্গ পাননি করিম। আফগানিস্তানের শেষ তিন ব্যাটারের একজনও রানের খাতা খুলতে পারেননি। ১৪৬ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৪৭ রানে চার উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। তাইজুল ইসলাম ৭ রানে, মেহেদি হাসান মিরাজ ১৫ রানে ও শরিফুল ইসলাম ২৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর