Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১৭:৪২ | আপডেট: ১৪ জুন ২০২৩ ১৮:১১

দিনের শেষ সেশনে অল্প রানের ব্যবধনে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবুও সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতে প্রথম দিনে ৩৬২ রান তুলেছে স্বাগতিকরা। উইকেট পরেছে পাঁচটি।

শেষ সেশনে দ্রুত দিন উইকেট পরে যাওয়ার পর দিনের শেষভাগে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। দিন শেষে ৪১ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৪৩ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ। ফলে কাল বাংলাদেশের সংগ্রহটা আরও খানিকদূর এগুনোর সম্ভবনাই বেশি।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠায় আফগানিস্তান। আফগানদের শুরুটা হয়েছে দারুণ। বিশেষ করে নিজাত মাসুদের। অভিষেক টেস্ট খেলতে নামা নিজাত নিজের প্রথম বলেই পেয়েছেন উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জাকির হাসানকে তুলে নিয়েছেন তিনি। নিজাতের অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিতে চেয়েছিলেন জাকির। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাফসে। আবেদন নয়, অনেকটা উদযাপনই শুরু করে দিয়েছিলেন নিজাত। আম্পায়ার অবশ্য সরাসরি আউট দেননি। আফগানিস্তান পরে রিভিউ নিয়ে উইকেট পেয়েছে।

তবে শুরুর ধাক্কাটা পরে দুর্দান্তভাবে সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো বাংলাদেশকে তারপর দারুণভাবে টেনেছেন দুজন।

তরুণ মাহমুদুল হাসান জয় একপ্রান্তে উইকেট আকড়ে পরে থাকতে চেয়েছেন। তবে অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্ত বেছে নিয়েছিলেন পাল্টা আক্রমণের পথ। যাতে সফলও হয়েছে দারুণভাবে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন তরুণ ব্যাটার।

বিজ্ঞাপন

৬১ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় তার রান ছিল ৭৬ বলে ৬৪। দ্বিতীয় সেশনের চা বিরতির পরের বলেই সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। সেঞ্চুরির পরও ক্রিজে ছিলেন অনেকক্ষণ। সেঞ্চুরি সম্ভবনা জেগেছিল মাহমুদুল হাসান জয়েরও।

ব্যক্তিগত ৭৬ রানের মাথায় হেয়ালি এক শটে আউট হয়ে সেই সম্ভবনা সত্য হতে দেননি জয় নিজেই। এই জুটি ভাঙার পরই যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ! চারে নামা সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক নিজাত মাসুদের লেগ স্ট্যাম্পের বাইরের লাফিয়ে উঠা বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

অনেকদিন যাবত অফ ফর্মে থাকা মুমিনুল আজ ফিরেছেন ১৫ রান করে। খানিক বাদে সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ছক্কা হাঁকাতে গিয়ে। আমির হামজাকে তুলে মারতে গিয়ে সীমানায় ধরা পেরেছেন দারুণ খেলতে থাকা শন্ত। ফেরার আগে ১৭৫ বল খেলে ২৩টি চার ২টি ছয়ে ১৪৬ রান করেন।

অধিনায়ক লিটন দাস ছয়ে নেমে রান পাননি। জহির খানের দারুণ এক টার্ন বলে স্লিপে ক্যাচ হয়েছেন লিটন। ফিরেছেন ১৫ বলে ৯ রান করে। অবশ্য পাঁচে নামা মুশফিকুর রহিম ছিলেন অবিচল। দিনের শেষভাগে মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে টানছেন অভিজ্ঞ মুশফিক।

৬৯ বল খেলে ৩টি চারের সাহায্যে ৪১ রানে দিন শেষ করেছেন মুশফিক। ৬৬ বলে ৭টি চারের সাহায্যে ৪৩ রানে দিন শেষ করেছেন মিরাজ। আফগানিস্তানের হয়ে নিজাত মাসুদ ১৩ ওভারে ৬৭ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর