শান্তর আক্রমণাত্মক সেঞ্চুরি, চাপে আফগানিস্তান
১৪ জুন ২০২৩ ১৩:৫৪ | আপডেট: ১৪ জুন ২০২৩ ১৫:১৭
মিরপুর টেস্টে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই জাকির হোসেনকে হারিয়ে চাপে পরা বাংলাদেশকে চাপমুক্ত করার দায়িত্ব ছিল নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের কাঁধে। দুই তরুণ দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। আফগানদের পাল্টা আক্রমণের পথ বেছে নিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরিই তুলে নিয়েছেন শান্ত। যাতে আফগানিস্তানই এখন উল্টো চাপে।
১১৮ তম বলে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত আছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করতে শান্ত চার মেরেছেন ১৮টি। ২২ টেস্ট খেলা শান্ত প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন। ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন। সেবছরই জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ১১৭ রান। এবার আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেলন বাঁহাতি ব্যাটার।
শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশও শক্ত অবস্থানে। ম্যাচের ৩৮ ওভারে শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৮৫। শুরুতে উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দ্বিতীয় উইকেট জুটি এখনো অবিচ্ছিন্ন। অপর প্রান্তে ১১৩ বলে ৬১ রানে অপরাজিত আছেন জয়।
বুধবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানের মাথায় ওপেনার জাকির হাসানকে হারায় স্বাগতিকরা। তবে শুরুর ধাক্কাটা পরে দুর্দান্তভাবে সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো বাংলাদেশকে তারপর দারুণভাবে টেনেছেন দুজন।
তরুণ মাহমুদুল হাসান জয় একপ্রান্তে উইকেট আকড়ে পরে থাকতে চেয়েছেন। তবে অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণের পথ বেছে নেন। ৬১ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় তার রান ছিল ৭৬ বলে ৬৪। দ্বিতীয় সেশনের চা বিরতির পরের বলেই সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত।
শান্তর পেছন পেছন সেঞ্চুরির দিকে এগুচ্ছেন তরুণ মাহমুদুল হাসান জয়ও। ১২৪ বলে ৬৬ রানে ব্যাট করছেন জয়। তার ইনিংসে চারের মার ৮টি।
সারাবাংলা/এসএইচএস