টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল আফগানিস্তান
১৪ জুন ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২৩ ১২:৫২
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াচ্ছে বুধবার (১৪ জুন)। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে টাইগারদের দলপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন লিটন দাস। পুরাতন চোট আবারও নতুন করে দেখা দেওয়ায় টেস্টের একদিন আগেই ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই (উইকেটরক্ষক), আমির হামজা, ইয়ামিন আহমেদজাই, নিজাতুল্লাহ মাসুদ এবং জহির খান।
সারাবাংলা/এসএস