শুধু সাকিব নয় তামিম-তাসকিনকেও পাচ্ছে না বাংলাদেশ!
১৩ জুন ২০২৩ ১৮:২৬ | আপডেট: ১৩ জুন ২০২৩ ১৮:৩০
রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে বাংলাদেশ যে সেরা দলটা নামাতে পারছে না সেটা আগেই জানা গিয়েছিল। আঙুলের চোটের কারণে আফগানদের বিপক্ষে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এবার জানা গেল শুধু সাকিব নয়, তামিম ইকবাল ও তাসকিন আহমেদকেও হয়তো পাচ্ছে না বাংলাদেশ!
কোমড়ের পুরনো ব্যথা জেগে উঠেছে তামিমের। গত রোববার ওয়ানডে দলের অধিনায়কের অনুশীলন দেখে সেটা আরও পরিস্কার হওয়া গেছে। কোমরের ব্যথার কারণে সেদিন অনুশীলনই করতে পারেননি তামিম। ব্যাটিং অনুশীলন টুকটাক করলেও ফিল্ডিং অনুশীলনের সময় বারবার ব্যথায় কাতর হয়েছেন।
এমন অবস্থায় টেস্ট খেলা কঠিন। কারণ শুধু ব্যাটিং নয়, টেস্টে দীর্ঘ সময় ফিল্ডিংও করতে হয়। সব মিলিয়ে কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের সেরা একাদশে তামিমের থাকার সম্ভবনা ক্ষীণই বলা চলে।
আজ মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে তামিমের ইনজুরি সম্পর্কে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আজ সে অনুশীলন করবে, দেখবে যে কেমন লাগে। পরশু দিন সে অনুশীলন করেছিল কিন্তু ব্যাটিং, ফিল্ডিং করার সময় সে অস্বস্তি অনুভব করেছে। আজ সে অনুশীলন করে দেখবে কি অবস্থা, অনুশীলনের পরে আমরা সিদ্ধান্ত নেব।’
তাসকিন আহমেদকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। সদ্য চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন। বেশ কয়েকদিন ধরেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন। কদিন ধরে দলের সঙ্গেও পূর্ণ ছন্দ নিয়ে অনুশীলন করছেন।
তবে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ এবং দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ সিরিজ বলে দলের সেরা বোলার তাসকিনের ওপর থেকে ওয়ার্কলোড কমানো কথা আগেই বলে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। বড় টুর্নামেন্টে সতেজ পেতে তাসকিনকে এ বছর আর টেস্ট না খেলানোর চিন্তার কথাও শোনা গেছে।
সেই বিবেচনাতেই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের একাদশে না থাকতে পারেন তাসকিনও। তাসকিন বিষয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।’
সারাবাংলা/এসএইচএস