Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ টাকায় দেখা যাবে আফগানিস্তান টেস্ট, টিকিট মিলবে অনলাইনেও

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৮:৫০ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৮:৫৭

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের টিকিটমূল্য নির্ধারন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। সর্বোচ্চ টিকিট মূল্য ১ হাজার টাকা। এবার অনলাইনেও মিলবে টিকিট।

আগামী ১৪ জুন থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি।

গত আয়ারল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে পুনরায় টিকিট বিক্রয় শুরু করছে বিসিবি। তবে আয়ারল্যান্ড সিরিজে অল্প সংখ্যাক টিকিট পাওয়া গেছে অনলাইনে। এবার আফগানিস্তান সিরিজে আরও বেশি পরিমান টিকিট অনলাইনে ছেড়েছে বিসিবি। অনলাইনে টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল পেইজে এই ঠিকানায়- https://ticket.tigercricket.com.bd/registration

আগামীকাল দুপুর থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একটি রেজিস্টার্ড অ‌্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। কোড নিশ্চিতের মাধ্যমে টিকিট কেনা সফল হবে। পরে সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছে বুথ থেকে স্ব-শরীরে টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভাবে টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া ম্যাচের আগের দিন থেকে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে সরাসরিও টিকিট কাটা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের জন্য ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটমূল্য ১০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ডে খেলা দেখা যাবে ২০০ টাকায়। ক্লাব হাউজের টিকিটমূল্য ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিটমূল্য ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতি টিকিট পাওয়া যাবে ১ হাজার টাকায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর