চ্যাম্পিয়নস লিগ জিতে গার্দিওলার হুমকি রিয়াল মাদ্রিদ আমরা আসছি
১১ জুন ২০২৩ ১৪:২৪ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৩১
২০২১/২২ মৌসুমের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। তবে পরের মৌসুমে সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই ফাইনালে ওঠে সিটিজেনরা। ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে সিটি। প্রথম শিরোপা ঘরে তুলেই রিয়াল মাদ্রিদকে হুমকি দিয়ে রাখলেন পেপ গার্দিওলা। বললেন, তারা আসছেন আরও চ্যাম্পিয়নস লিগ জিততে।
ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল সম্পন্ন করেছে দলটি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল তারা। ম্যানসিটিকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে অনন্য কীর্তি গড়লেন পেপ গার্দিওলা। প্রথম কোচ হিসেবে দুবার ট্রেবল জয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ২০০৮/০৯ মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছিলেন। এরপর ২০২২/২৩ মৌসুমে এসে ম্যানচেস্টার সিটিকে জেতালেন ইউরোপিয়ান ট্রেবল।
সিটির হয়ে প্রথম শিরোপা পেয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হুঙ্কার দিলেন গার্দিওলা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘আমরা শুরু করলাম। রিয়াল মাদ্রিদ, তোমরা সাবধানে চলো, আমরা আসছি। আর মাত্র ১৩টি চ্যাম্পিয়নস লিগ হলেই আমরা তোমাদের ধরে ফেলব। তোমরা যদি ভুল করো তাহলে এই যাত্রা খুব সহজেই শেষ হবে।’
রিয়াল মাদ্রিদকে নিয়ে সম্ভবত একটু মজা করেই কথাটি বলেছেন গার্দিওলা। তবে দুর্দান্ত এই সিটি এখনই থামবে বলে মনে হয় হয় না। দুর্দান্ত একটি দল দাঁড় করিয়ে সামনের মৌসুমেও ছুটবেন আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ