ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল
১০ জুন ২০২৩ ১৫:০২ | আপডেট: ১০ জুন ২০২৩ ১৫:০৪
টেস্ট খেলতে দুই ধাপে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় পৌঁছে সরসারি টিম হোটেলে উঠে গেছেন আফগান ক্রিকেটাররা। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন সফরকারীরা।
শনিবার (১০ জুন) বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান জানান, আজ সকাল ৯টায় এমিরেটসের ফ্লাইটে করে আফগানিস্তান দলের ১০ সদস্যের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দরে পৌঁছেছে। পরে দুপুর বারোটার দিকে দলের বাকি সদস্যরা দ্বিতীয় ধাপে ঢাকায় এসে পৌঁছেছেন।
আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে আফগানদের। সফরকারীদের অনুশীলন চলবে পরবর্তীতেও।
উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে আগফানিস্তান। এই ম্যাচ খেলার পর ভারতে গিয়ে সিরিজ খেলবেন আফগানরা। বাংলাদেশি ক্রিকেটাররা যাবেন ঈদের ছুটিতে। ঈদের পর বাংলাদেশে ফিরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
সারাবাংলা/এসএইচএস