Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো ক্রিকেট খেলার বার্তা দিয়ে এশিয়া কাপে যাচ্ছেন নারীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ২০:২১

‘চ্যাম্পিয়ন হতে চাই, তেমন কোনো লক্ষ্য নেই। ভালো ক্রিকেট খেলতে চাই এটাই আমাদের লক্ষ্য’- নারী ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এভাবেই বলছিলেন বাংলাদেশ নারী ইমার্জিং দলের অধিনায়ক লতা মণ্ডল। হংকংয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী ইমার্জিং এশিয়া কাপ।

টুর্নামেন্ট খেলতে আজ শুক্রবার (৯ জুন) রাতে হংকংয়ের বিমান ধরবে বাংলাদেশ নারী ইমার্জিং দল। আজ বিসিবির একাডেমি ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন ছিল ইমার্জিং দলের। সব অনুষ্ঠানিকতা সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক লতা মণ্ডল।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আরব আমিরাত। তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে প্রশ্নে লতা বলেন, ‘সহজ বা কঠিন এটা আসলে বলতে পারব না, ওখানে যাওয়ার পর বুঝতে পারব। আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনো চলছে। আমরা যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতি ভালো বাকিটা আপনাদের দোয়া’

খেলার মধ্যেই ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ক্রিকেটাররা খেলার মধ্যেই ছিলেন বলে বাড়তি সুবিধা দেখছেন লতা। বলেছেন, ‘ক্যাম্পে ছিলাম, ম্যাচে ছিলাম, দলগতভাবে ভালো। আমাদের স্পিন, পেস দুই বিভাগই ভালো, খুবই ভালো।’

নারী ঢাকা প্রিমিয়ার লিগে কদিন আগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লতা। ১ সেঞ্চুরি ২ ফিফটিতে ৮৫.৭৫ গড়ে ৩৪৩ রান করা লতাই এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। ফর্মে থাকা লতা অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘আমি যেহেতু এখন একটা দায়িত্ব পেয়েছি দলের, এটা আমার জন্য একটা বড় কাজ ভালো করা দলটাকে নিয়ে যাওয়া। আমরা আসলে যাচ্ছি মূলত ভালো ক্রিকেট খেলতে, বাকিটা আসলে জানি না কী হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ইমার্জিং নারী এশিয়া কাপ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর