Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে খেলে সুযোগ পেয়েছি জাতীয় দলে সেভাবেই খেলব: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৩ ১৯:৩১

বাংলাদেশ ক্রিকেট দলের পেস ডিপার্টমেন্টে নতুন সংযোজন মুশফিক হাসান। বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট তারপর ‘এ’ দলের হয়েও নজর কেড়ে জাতীয় দলে ডাক পেয়েছেন রংপুরের ২০ বছর বয়সী এই তরুণ। জানালেন যেভাবে খেলে জাতীয় দল পর্যন্ত এসেছেন খেলে যেতে চান সেভাবেই।

আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচের দলেই ডাক পরেছে মুশফিকের। আজ থেকে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জুন) অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘সর্বপ্রথম শুকরিয়া যে আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি মনে করি, প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ভালো খেলেছি এ জন্য হয়তো আমাকে নেওয়া হয়েছে। আমি প্রথম শ্রেণির ক্রিকেটে এনসিএল ও বিসিএল যেভাবে খেলেছি ঠিক ওভাবেই ‘এ’ দলে খেলেছি। যদি আমি জাতীয় দলে সুযোগ পাই, তাহলে ওভাবেই খেলব।’

তবে স্কোয়াডে ডাক পেলেও মুশফিককে একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টে এখন অনেক প্রতিযোগিতা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদরা দুর্দান্ত পারফর্ম করছেন সম্প্রতি। একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তরুণ মুশফিক তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন কিনা সন্দেহ।

তরুণ পেসার বললেন, বাংলাদেশের বর্তমান পেস বোলিং ডিপার্টমেন্ট দেখেই অনুপ্রেরণা পান তিনি। তবে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা তার প্রথম পছন্দ বলেছেন মুশফিক। তরুণ পেসার বলেন, ‘এখন আমি অনুপ্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের দেখে। আমি অনুসরণ করি (কাগিসো) রাবাদাকে।’

বিজ্ঞাপন

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুশফিক। তারপর জাতীয় লিগে রীতিমতো তাক লাগিয়েছিলেন। নিজের প্রথম মৌসুমেই ৬ ম্যাচে ১০ ইনিংস বোলিং করে উইকেট নিয়েছিলেন ২৫টি। জাতীয় লিগে এবার রংপুরের শিরোপা জয়ে বড় অবদান মুশফিকের। বিসিএলে ৪ ম্যাচের ৭ ইনিংসে বোলিং করে ১৭ উইকেট নেন।

এমন পারফরমান্সের প্রেক্ষিতে ‘এ’ দলের ডাক মিলেছিল। দুর্দান্তভাবেই সেই সুযোগটা কাজে লাগিয়েছেন।  এবার ‘এ’ দল হয়ে ডাক পেয়েছেন জাতীয় দল থেকেই।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মুশফিকুর হাসান

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর