রশিদ ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা আফগানিস্তানের
৭ জুন ২০২৩ ১৫:৫৬ | আপডেট: ৭ জুন ২০২৩ ১৭:৪৮
আগামী ১৪ জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আর একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান দলে চমক দলে নেই রশিদ খান।
বুধবার (৭ জুন) ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে আফগানিস্তান। সেই দলের রিজার্ভেও নেই রশিদ খান। আর দলের অধিনায়ক হিসেবে আছেন হাসমতউল্লাহ শাহিদি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৪ জুন থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট মাঠে গড়াবে। শুরু হবে সকাল ১০টায়। টেস্ট সিরিজ খেলেই ১৯ জুন ভারতের উদ্দেশ্যে রওনা দেবে আফগানরা। সেখানে সিরিজ খেলে জুলাইয়ের ১ তারিখ ফের বাংলাদেশে আসবে আফগানর।
লিটনকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা, দুই নতুন মুখ
এরপর তিন দিনের প্রস্তুতি সেরে খেলতে নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে ১২ জুলাই সিলেটে যাবে দুই দল। যেখানে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আফগানিস্তানের ১৫ সদস্যের টেস্ট দল:
হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, বাহির শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জাহির খান পাকটিন, হামজা হোটাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহমজাই, ইয়ামিন আহমেদজাই এবং নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড়:
নূর আলি, জিয়া আকবর, আজমত ওমরজাই এবং সায়েদ শিরজাদ।
সারাবাংলা/এসএস