Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ বছর পর রিয়াল ছাড়লেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৩ ১৬:০৯ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৬:১৭

স্বপ্নের মতো মৌসুম কাটিয়ে ২০২২ সালেই জিতেছেন ব্যালন ডি অর। বিশ্বকাপের আগে চোট ছিটকে দেয় ফ্রান্স স্কোয়াড থেকে। তবে তার দুর্দান্ত ফর্ম থেমে থাকেনি। রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন করিম বেনজেমা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর ১৪টি মৌসুম পার করেছেন সান্তিয়াগো বার্নাব্যুতে। এবার ইতি ঘটল রিয়ালে করিম বেনজেমা অধ্যায়ের।

রোববার (৪ জুন) অফিসিয়াল বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করে ১৪ মৌসুম পর বেনজেমা ছেড়ে যাচ্ছেন ক্লাব। সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের আল ইত্তিহাদ।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে সর্বজয় করেছেন করিম বেনজেমা। জিতেছেন ব্যালন ডি অর। আর অল হোয়াইটসদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। সামনে কেবল আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানছেন ফ্রেঞ্চ এই স্ট্রাইকার।

ক’দিন ধরেই গুঞ্জন তুঙ্গে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। সম্ভাব্য গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। সেই গুঞ্জন সত্যিই হলো রোববার এসে।

রিয়াল মাদ্রিদ ইতিহাসের ইতি টেনে বিদায় জানাচ্ছেন করিম বেনজেমা। অফিসিয়াল এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছে বেনজেমাকে।

২১ বছর বয়সে ২০০৯ সালে রিয়ালে নাম লেখান বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে ৬৪৭টি ম্যাচ খেলেছেন বেনজেমা। নামের পাশে আছে ৩৫৩টি গোল। এরপর রিয়ালের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা, ৩টি কোপা দেল রে এবং ৪টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বেনজেমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আল ইত্তিহাদ করিম বেনজেমা টপ নিউজ রিয়াল মাদ্রিদ সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর