Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমদের নতুন সহকারী কোচের নজর বিশ্বকাপে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৭:৩৫

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংসের ওপর থেকে চাপ কমাতে নিক পোথাসকে সহাকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু করে দিয়েছেন পোথাস। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রাক-প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। হাথুরুসিংসে অনুপস্থিত থাকায় পোথাসই এই ক্যাম্পের হর্তাকর্তা।

আজ প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পোথাস। সামনেই বিশ্বকাপ, ফলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে নজর নতুন সহকারী কোচের। বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব নিতে খুব একটা ভাবতে হয়নি, এমন কথাও বলেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে পোথাস সাংবাদিকদের বলেন, ‘দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? নিশ্চয় বিশ্বকাপ জিততেই যায়। আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই।’

তবে বিশ্বকাপে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটাও স্মরণ করিয়ে দিলেন পোথাস। বলেছেন, ‘আপনি জানেন না বিশ্বকাপে আপনি কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা তাই নিজেদের নিয়ন্ত্রণের বাইরের জিনিস নিয়ে চিন্তা করতে চাই না। আমাদের নিজেদের ঘর নিয়ে চিন্তা করা উচিত। আশা করি আমরা ভালোই করব।’

বাংলাদেশে কোচিংয়ের সিদ্ধান্ত নেওয়াতে খুব বেশি ভাবতে হয়নি বলেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল না। বাংলাদেশ ক্রিকেটকে গত ১২-১৮ মাস ধরে দেখছি। দলের মধ্যে যে সামর্থ্য আছে সেটি এক কথায় অসাধারণ। গত ৬-৮ মাস ওরা যেভাবে খেলছে, আমার মনে হয় ওরা অনেক দূর যাবে। আর সেটা আমার জন্য খুবই রোমাঞ্চকর।’

বিজ্ঞাপন

কিভাবে বাংলাদেশ দলে অবদান রাখবেন তার একটা পরিকল্পনাও জানাতে চাইলেন পোথাস। বলেছেন, ‘আমার কাছে জাদুর কাঠি আছে। সেটি দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই….মজা করে বললাম কথাটা। আসলে, নতুন কোনো সংস্কৃতিতে এসেই হুট করে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। আমি সেটি পারবও না।আগে ছেলেদের দেখতে হবে। ওরা কীভাবে খেলে, সেটা দেখতে হবে। সব দেশই একটা স্রোতের মধ্যে দিয়ে যায়। আপনাদের কথা অনুযায়ী, টেস্ট দলের খেলোয়াড়েরা অতটা ভালো করছে না যতটা করা উচিত। কিন্তু ভালো সময় আসবে। এই দলের মধ্যে যে সামর্থ্য আছে, ওদের ভালো না করার কোনো কারণ নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। কিছু দল এখন শীর্ষে আছে। কিছু দল তাদের প্রত্যাশিত জায়গায় নেই। আশা করি আমরা ঘুরে দাঁড়িয়ে ভালো জায়গায় যেতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

নিক পোথাস বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর