Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ভেন্যু পরিদর্শনে খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৩ ১৮:৫৩ | আপডেট: ৩১ মে ২০২৩ ১৮:৫৫

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের একটা ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড কখনোই সিলেটে খেলেনি। ফলে সিলেটের ভেন্যু পরিদর্শন করতে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। ভেন্যু পরিদর্শনে খুশি কিউই প্রতিনিধিরা।

গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছে। আজ বুধবার (৩১ মে) সকালে সিলেটে যান তারা। মূল মাঠ, গ্রাউন্ড-২, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জি, ইনডোরসহ সব কিছু ঘুরে দেখেন প্রতিনিধিরা। তাদের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, ভেন্যু পরিদর্শনে খুশি প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেন, ‘মাঠ পর্যবেক্ষণ করতে তারা এসেছেন। আমরা এখনো ভেন্যু চূড়ান্ত করিনি কিন্তু সিলেটে আমরা ম‌্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এজন‌্য তারা সিলেটে এসেছেন। আমি বিশ্বাস করি এবং এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। আমরা ভেন্যু চূড়ান্ত হলে অবশ‌্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেব। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’

নিউজিল্যান্ডের তিন প্রতিনিধির একজন বলেছেন, ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম‌্যাচ খেলার পরিকল্পনাও করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে আগ্রহী। কখনো চিন্তার কিছু থাকে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর