Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুত করেই স্পিনারদের বিশ্বকাপে নিয়ে যাব: হেরাথ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ২২:৫৯ | আপডেট: ৩০ মে ২০২৩ ২৩:০০

আইসিসি আয়োজিত ইভেন্টগুলোর পিচ বরাবরই ভালো হয়। পিচ এমনভাবে বানানো হয় যেন রান বেশি উঠে। ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে হলেও স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভবনা নেই বললেই চলে। ব্যাটিং বান্ধব উইকেটেই বোলিং করতে হবে। যা স্পিনারদের জন্য কঠিন কাজই। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলছেন, ভালো পিচে সাফল্য পেতে বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে স্পিনারদের। সেভাবে প্রস্তুত করেই বাংলাদেশি স্পিনারদের বিশ্বকাপে নিয়ে যাবেন বলেছেন লংকান এই কোচ।

বিজ্ঞাপন

মিরপুরের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন হেরাথ। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রাক-সিরিজ ক্যাম্প। পাশাপাশি স্পিনারদের নিয়ে ‘ভেরিয়েশন’ ক্যাম্প করছেন হেরাথ।

লংকান কোচ এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি সব সময় মনে করি, কন্ডিশন কঠিন হলে সেটা স্পিনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এ কারণেই বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত হয়েই যাব। এই ক্যাম্প সেই প্রস্তুতিরই অংশ। আমরা বৈচিত্র্য ও কৌশল নিয়ে কাজ করেছি। পিচ থেকে সহায়তা না পেলে এসবই কাজে লাগাতে হবে।’

একটা সময় বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল স্পিন নির্ভর। কিন্তু বর্তমানে এই চিত্রটা উল্টো। পেসাররাই এখন নেতৃত্ব দিচ্ছেন বোলিং ডিপার্টমেন্টের। সব কন্ডিশনে সাফল্য পাচ্ছে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট। এতে করে স্পিনারদের কাজ কি সহজ হয়ে যাচ্ছে?

হেরাথ বলছেন, স্পিন বা পেস বোলিংকে তিনি আলাদা করে দেখেন না। স্পিন, পেস মিলেই বাংলাদেশের বোলিং আক্রমণ। সমন্বিত ভাবেই চিন্তা করেন তিনি এবং সমন্বিত ভাবেই উন্নতি করতে চান। হেরাথ বলেছেন, ‘এটা কাজ সহজ করে দেওয়া বা এমন কোনো ব্যাপার নয়। দলকে ঘিরেই সব। কেউ যদি ভালো করে, আমাদের তার প্রশংসা করতে হবে। কেউ ভালো না করলে খুঁজে দেখতে হবে কোথায় উন্নতি করতে পারি। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করছি।’

‘যখন দলে জুতসই একটা বোলিং বিভাগ থাকবে, আপনার হাতে ফাস্ট বোলারও থাকবে, স্পিনারও থাকবে। এ নিয়েই কাজ করতে হবে আমাদের। বোলিং বিভাগের সেরাটা বের করে আনার চেষ্টা করছি আমরা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ রঙ্গনা হেরাথ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর