Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ০৮:১৮ | আপডেট: ৩০ মে ২০২৩ ১৪:৫২

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে অধিনায়ক লতা মণ্ডল, সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি। ইমার্জিং এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া অনেকেরই আছে আন্তর্জাতিক ক্রিকেটারের অভিজ্ঞতা।

এবারের মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে হংকংয়ে। আসর চলবে ১০ থেকে ২২ জুন। বাংলাদেশসহ ৮টি দল খেলবে এসিসি এমার্জিং ওমেন্স এশিয়া কাপে। বাকি ৭ দল হলো-  ভারত, পাকিস্তান, থাইল‌্যান্ড, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বিজ্ঞাপন

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ জুন, প্রতিপক্ষ মালয়েশিয়া। একদিন পর শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ দল: লতা মন্ডল, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার ও সাথী রাণী।

সারাবাংলা/এসএইচএস

ইমার্জিং এশিয়া কাপ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর