Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি ক্রিস্টিয়ানোর ডান পা বেছে নিতে চাইব: হালান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৩ ১৫:০১

ক্যারিয়ারের শেষ সময়ে এসেও হাজারও খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাচ্ছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। আর নিজেদের বানাচ্ছেন নতুন মেসি কিংবা রোনালদো। যখনই আলোয় আসছেন তারা সম্মুখীন হচ্ছেন এক অবধারিত প্রশ্নের। মেসি নাকি রোনালদো? চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে বাজিমাৎ করে সব আলো কেড়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। এবার তিনিও সেই প্রশ্নের সামনে। তবে সরাসরি উত্তর দেননি তিনি কিছুটা কূটনৈতিক স্বরে জানালেন, রোনালদোর ডান পা বেছে নিতে চান।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। সামনে আছে এফএ কাপের ফাইনাল এবং ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ জয়েরও সুযোগ। অর্থাৎ নিজের প্রথম মৌসুমেই সিটির হয়ে ট্রেবল জয়ের হাতছানি হালান্ডের সামনে। প্রিমিয়ার লিগের সব রেকর্ড ভেঙ্গে এখন পর্যন্ত করেছেন ৩৬টি গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে নামের পাশে আছে ৫২টি গোল। জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের রায়ে বছরের সেরা ফুটবলারের পুরষ্কারও।

বিজ্ঞাপন

আর এমন পারফরম্যান্সের পর এক সাক্ষাতাকারে ফুটবল দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হালান্ড। মেসি-রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে হলে কাকে বেছে নেবেন হালান্ড? কিন্তু সরাসরি সে প্রশ্নের জবাব দেননি হালান্ড। কূটনৈতিক স্বরে তিনি নিজের শক্তির ঘাটতি বিবেচনায় বেছে নিয়েছেন পর্তুগিজ মহাতারকাকে, ‘কঠিন, আমি যেহেতু আমার বাম পা নিয়ে খুশি, আমি ক্রিস্টিয়ানোর ডান পা বেছে নিতে চাইব।’

মেসির মতই বাম পায়ে জোর বেশি হালান্ডের, বাম পায়েই আনেন সাফল্য। কিন্তু আরও দুর্ধর্ষ হতে রোনালদোর ক্ষিপ্র ডান পায়ের উপর লোভ তার।

সারাবাংলা/এসএস

আর্লিং হালান্ড ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার সিটি লিওনেল মেসি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর