Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কম: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ২৩:১১ | আপডেট: ২৭ মে ২০২৩ ০০:১২

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাস পাঁচেক বাকি। বিশ্বকাপের সেরা স্কোয়াড খুঁজে বের করতে অনেকদিন ধরেই দলে বিভিন্ন পজিশন নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আর নেই বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরীক্ষা করার পজিশনই খুঁজে পাচ্ছেন না বিসিবি বস।

এর আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন বিশ্বকাপ দলটা ঠিক করে বিশ্বকাপের আগে সেই স্কোয়াড নিয়ে কিছুদিন খেলতে চান তিনি। নাজমুল হোসেন পাপনের কথাতেও একই সুর।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মে) রাজধানীর গুলশানে অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি প্রধান বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না। মোস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো।’

‘এখন কথা হচ্ছে ওদের সঙ্গে কাকে নেবো। আপনারা বলতে পারেন এদের সঙ্গে কারা যাবে। একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, যে কাউকে নিতে পারবে। আমি জানি না কাকে নেবে। অনেকে লড়াই করছে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে।’

ওপেনিংয়ের মতো মিডল অর্ডারেও বাড়তি একজনকে নিয়ে স্কোয়াড সাজানোর ইঙ্গিত দিলেন পাপন। বলেছেন, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে অথবা মিডল অর্ডার। ওখানে আমাদের তো রাব্বিকে নিয়ে খেলায় নাই। বিশ্বকাপে হয়তো একজনকে খেলাইতেও পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেিই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে।’

বিজ্ঞাপন

আসন্ন আফগানিস্তান সিরিজে বিশ্বকাপ দলের একটা ধারনা পাওয়া যাবে বলছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। যে আচ্ছা ঠিক আছে একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায়। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ নাজমুল হোসেন পাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর