ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে টেন হ্যাগ বললেন— আরও কাজ বাকি
২৬ মে ২০২৩ ১৬:৩০ | আপডেট: ২৬ মে ২০২৩ ১৯:০১
গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৩৫ পয়েন্ট দূরে থেকে লিগ শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা। এবার রোনালদো নেই। পর্তুগিজ মহাতারকার ক্লাব ছাড়া নিয়ে অনেক কিছু সহ্যও করতে হয়েছে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগকে। তবে এসবকে পাশ কাটিয়ে ঠিকই সফল হয়েছেন টেন হ্যাগ। ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়েছেন তিনি।
গতকাল চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। যাতে এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চার নিশ্চিত হয়েছে দলটির। অর্থাৎ লিভারপুলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রাথমিক এই লক্ষ্য পূরণ হওয়ার পর টেন হ্যাগ বললেন, আরও কাজ বাকি।
ওল্ড ট্র্যাফোর্ডে কাল চেলসিকে দাঁড়াতেই দেয়নি ইউনাইটেড। কাসেমিরোর গোলে প্রথমে এগিয়ে যায় দলটি। পরে গোল করেন অ্যান্থনিও মার্শিয়াল, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ড। চেলসির পক্ষে একটি গোল শোধ করে দিয়েছেন জোয়াও ফেলিক্স।
দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি টেন হ্যাগ। বলেছেন, ‘এই অর্জন গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগই এই ক্লাবের জায়গা। শীর্ষ চারে থাকা আমাদের মূল লক্ষ্য ছিল। এই লিগ ভীষণ কঠিন। ভালো স্কোয়াড, দারুণ সব ম্যানেজার ও বড় বাজেট নিয়ে এখানে ভালো দল অনেক। প্রিমিয়ার লিগে কাজটা কখনোই সহজ নয়। তাই এখানে লক্ষ্য পূরণ করতে পারা মানে অনেক বড় কাজ সম্পন্ন করা।’
ইউনাইটেডকে এরই মধ্যে শিরোপাও জিতিয়েছেন টেন হ্যাগ। ছয় বছরের শিরোপা খরা কাটিয়ে গত ফেব্রুয়ারিতে কারাবাও কাপ জিতিয়েছেন। আরও একটা শিরোপা জেতার সম্ভবনাও টিকে আছে। ৩ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
হ্যাগের সব মনোযোগ তাই সেদিকে, ‘পরের সপ্তাহ বড় হতে চলেছে এবং আমরা আমাদের শক্তি দিয়ে সবকিছু করব। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং কাপ পাওয়ার সেরা সুযোগ দিতে হবে।’
লিগে ইউনাইটেডের আর এক ম্যাচ বাকি। সেরা তিনে থেকে লিগ শেষ করার সুযোগ দলটির সামনে। ইউনাইটেড কোচ বললেন, ভালোভাবে শেষ করতে পারার প্রত্যাশা তার, ‘এখনও আমরা লিগে তৃতীয় হতে পারি। ফোকাস ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ, চোট না পেয়ে। হোম রেকর্ডও করাটাও। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, আমরা সেই ম্যাচটা জিততে চাই।’
সারাবাংলা/এসএইচএস