Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ প্রশ্নে তাসকিন বললেন— গা বাঁচিয়ে খেলা সম্ভব না

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১৯:৩৭ | আপডেট: ২৪ মে ২০২৩ ১০:০৩

অনেকদিন ধরেই পেস বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশের সেরা অস্ত্রো তাসকিন আহমেদ। সামনেই বিশ্বকাপ, ফলে নিজেদের সেরা পেসারকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। চোটের কারণে তাসকিনকে বিশ্বকাপে যেন মিস করতে না হয় সেদিকে মনোযোগ টিম ম্যানজেমেন্টের। শোনা যাচ্ছে, বিশ্বকাপে ফিট পাওয়ার চিন্তায় ওয়ার্ক লোড কমিয়ে ফেলা হবে তাসকিনের। এ বছর আর টেস্ট খেলানো হবে না তাকে।

চোটের কারণে গত মার্চ থেকে মাঠের বাইরে থাকা তাসকিনের আসন্ন আফগানিস্তান সিরিজে ফেরার কথা। ফেরার অপেক্ষায় থাকা তাসকিন বললেন, মাঠে নেমে রয়েসয়ে খেলতে পারবেন না তিনি। দেশের জার্সিতে মাঠে নেমে গা বাঁচিয়ে খেলা সম্ভব না তার পক্ষে।

বিজ্ঞাপন

চোটের কারণে ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে পারেননি তাসকিন। চোটের কারণে এই মুহূর্তেও মাঠের বাইরে। ফলে বিশ্বকাপের কথা চিন্তা করে নিজেকে আরও যত্নে রাখার চেষ্টা করবেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে।

এর জবাবে আজ মঙ্গলবার (২৩ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন সাংবাদিকদের বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আর আমি তো ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে…। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’

২০১৯ সালের বিশ্বকাপের কথা উল্লেখ করে তাসকিন বলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’

বিজ্ঞাপন

এই মুহূর্তে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত অবস্থানে আছে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও দুই তরুণ হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকে নিয়ে গড়া পেস আক্রমণ বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছে সব কন্ডিশনেই। তাসকিনের আশা তাদের এই ইউনিটটা বিশ্বসেরা হবে।

বলেছেন, ‘এই ইউনিটটা ২-৩ বছর ধরে একত্রে কাজ করছে। এখন একটু আগের চেয়ে অবস্থানে এসেছে। আমাদের সবারই ইচ্ছা, এই পেস ইউনিটটা বিশ্বের সেরা হবে এবং সেই সামর্থ্যও আছে।’

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ টপ নিউজ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর