Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১৭:৪৩ | আপডেট: ২৩ মে ২০২৩ ১৭:৪৮

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সরাসরি চুক্তিতে সাকিবকে কিনেছে গল গ্ল্যাডিয়েটর্স।

লঙ্কান প্রিমিয়ার লিগে নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব নাম তুলেছিলেন। পরে সাকিব নিলাম থেকে নাম প্রত্যাহার করে ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’ এমন ক্রিকেটারদের ক্যাটাগরিতে নাম তোলেন। সেই ক্যাটাগরি থেকেই সাকিবকে কিনেছে গল গ্ল্যাডিয়েটর্স। সাকিবের সঙ্গে শ্রীলংকান দুই ক্রিকেটার দাসুন শানাকা ও ভানুকা রাজাপক্ষকেও সরাসরি চুক্তিতে কিনেছে দলটি।

বিজ্ঞাপন

লিগের নিলাম অনুষ্ঠিত হবে ১১ জুন। অর্থাৎ লিটন, আফিফরা দল পাবেন কিনা তা নিশ্চিত হবে সেদিন। এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে ৩১ জুলাই থেকে।

আফিফ গত মৌসুমেও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছেন। চার ম্যাচ খেলে তিন ইনিংস ব্যাটিং করা আফিফ রান করেছিলেন ৭১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম খেলেছিলেন এই লিগে।  ২০১২ সালে সাকিব আল হাসানের খেলার কথা ছিল। কিন্তু  চোটের কারণে সেবার খেলতে পারেননি বাংলাদেশি তারকা।

সারাবাংলা/এসএইচএস

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর