Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ২০:৩৭ | আপডেট: ১৬ মে ২০২৩ ২০:৩৯

দেশে ফিরেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দল। দলের সবাই অবশ্য ফিরেননি। ছুটি কাটাতে ইংল্যান্ডে থেকে গেছেন অধিনায়ক তামিম ইকবালসহ চারজন। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরন করেন বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী বিমানটি।

দলের সঙ্গে ফিরেননি অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস। ছুটি কাটাতে ইংল্যান্ডেই থেকে গেছেন তারা চারজন। সাকিব ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।

টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা আপাতত লম্বা একটা ছুটি পাচ্ছে। জুনে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তার আগ পর্যন্ত ক্রিকেটিয় ব্যস্ততা নেই ক্রিকেটারদের।

ইংল্যান্ডের চেমসফোর্ড অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তারপর হাড্ডাহাড্ডি লড়াই শেষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেটি জিতে ২-০তে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর