ফের হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১৫ মে ২০২৩ ১৯:১০ | আপডেট: ১৫ মে ২০২৩ ১৯:১৩
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতে সিরিজ হারের ব্যবধানটা কমানোর প্রত্যাশা ছিল বাংলাদেশি যুবাদের। পারলেন না স্বাগতিকরা। ব্যাটিং ব্যর্থতায় আবারও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাকিস্তানি যুবাদের ২৪৪ রানের জবাব দিতে নেমে ৩৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ইনিংসের শেষভাগেও ঝড় নামে। মাত্র ৯ রানে শেষ পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। শেষ চার উইকেট হারিয়েছে শূন্য রানের ব্যবধানে। যাতে ১৬৪ রানেই গুটিয়ে গিয়ে ৮০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আজ বাংলাদেশ ফের হারলে ৪-১ ব্যবধানে শেষ হলো দুই দলের ওয়ানডে সিরিজটা।
সোমবার (১৫ মে) রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে পাকিস্তানের জয়ের নায়ক হামজা নাওয়াজ। ৭৬ বলে ৬টি চার ৩টি ছয়ে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া ওপেনার শাহজাইব খান ৯৩ বলে ৮টি চার ১টি ছয়ে ৬৭ রান করেন।
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ৪২ রানে চার উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়া বাংলাদেশ মাঝের ওভারগুলোতে বেশ ভালোই ব্যাটিং করেছে। অধিনায়ক আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস মিডল অর্ডারে দারুণ এক জুটি গড়ে তোলেন। তবে এই দুজন ফেরার পর শেষ দিকে আবারও ধস নামে বাংলাদেশ শিবিরে।
আহরার আমিন ৫৮ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৫৩ রান করেন। শিহাব জেমস ৭৯ বল খেলে ৯টি চারের সাহায্যে ৫৬ রান করেন। ৩৬.৩ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আলি আসফান ও আরাফাত মিনহাস।
সারাবাংলা/এসএইচএস