Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডে সম্ভবত ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেললাম: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৩ ১৪:৪৪ | আপডেট: ১৫ মে ২০২৩ ১৪:৪৬

বয়স ৩৫ চলছে। আর কতো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তামিম ইকবাল? এদিকে আগামী তিন-চার বছরের সূচিতে ইংল্যান্ডে বাংলাদেশের কোনো ম্যাচ নেই। তামিম ইকবাল মনে করছেন, ইংল্যান্ডে শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।

বাংলাদেশ অবশ্য এখন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলল না। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলল তামিম ইকবালের দল। কাল ছিল সেই সিরিজের শেষ ম্যাচ। তামিম মনে করছেন, এটাই হতে যাচ্ছে ইংল্যান্ডে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিজ্ঞাপন

কাল ম্যাচ শেষে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলছিলেন, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোন সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

২০১০ সালে ক্যারিয়ারের শুরুতে প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তামিম। সেবার লর্ডসে ও ম্যানচেস্টারে দুর্দান্ত টেস্ট সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে উদযাপনে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তোলার ভঙ্গি দেখিয়েছিলেন তামিম। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় ছবি হয়ে আছে সেটা। এরপর অনেকবার ইংল্যান্ড সফরে গেছেন তামিম।

এবারের ইংল্যান্ড সফরটাও হলো স্মরণীয়। তার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিরিজের প্রথম ম্যাচটি। গতকাল শেষ ম্যাচে ফিফটি করেছেন তামিম। যেটা ছিল তার নয় ইনিংস পর ফিফটি।

তামিম বলেছেন, নিজের শেষ ইংল্যান্ড সফর বলে আরও ভালো কিছু করার তাগিত ছিল। তামিম বলেন, ‘আমি এই সিরিজের আগেই চিন্তা করছিলাম। কারণ এই আমাদের সূচিতে তিন-চার বছরে এরকম আর কিছু নেই। আমি ভালো কিছু একটা আশা করছিলাম। কারণ আমি এখানে যখন প্রথম আসি তখন এটা বিশেষ ছিল। এটা আমার শেষ ছিল। আমি বিশেষ কিছু করতে চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে করতে পারছিলাম না। যাই হোক এটা ভালো যে কিছু রান করা গেছে অবশেষে স্মৃতিটাকে ভালো রাখার জন্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর