Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বয়স কম হলেও তামিমের চোখে হাসান দারুণ পরিণত

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩ ১৩:৪২

আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে জমেছিল বেশ। জয়ের পাল্লা কখনো বাংলাদেশের দিকে তো কখনো আয়ারল্যান্ডের দিকে। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা দিয়ে বাজিমাৎ বাংলাদেশেরই। এদিন শেষ ওভারে দুর্দান্ত বল করে দলকে জয় এনে দিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

জয়ের জন্য শেষ ওভারে তখন আইরিশদের দরকার ছিল ১০ রানের। শেষ ওভারে ১০ রান তোলা খুব একটা কঠিন ছিল না। তবে টাইগার পেসার হাসান মাহমুদ তা হতে দেননি। স্নায়ু চাপ ধরে রেখে দারুণ বোলিং করে দিয়েছেন মাত্র ৪ রান সঙ্গে নিয়েছেন দুটি উইকেটও। ডেথ ওভারে তার এমন পারফরম্যান্সের পর ভূয়সী প্রশংসায় মেতেছেন অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিতের রাতে মাত্র ৪৪ রানের বিনিময়ে হাসান নেন দুটি উইকেট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ১১ ওয়ানডের ছোট ক্যারিয়ারে ১৮ উইকেট নিয়ে দারুণ আগামীর আভাস দিচ্ছেন ২৩ বছরের তরুণ।

ম্যাচ শেষে এই তরুণকে নিয়ে উচ্ছ্বাসে ভাসেন টাইগার অধিনায়ক, ‘হাসান মাহমুদ যেভাবে বল করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীর স্থির থাকতে পারে।’

টি-টোয়েন্টিতে এর আগেও ডেথ ওভারে নিজের দক্ষতা দেখিয়েছিলেন হাসান। এবার ওয়ানডেতে রাখলেন ছাপ। তামিম মনে করেন বড় টুর্নামেন্টের আগে এসব জায়গায় দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলেন তিনি, ‘তার জন্য এটি বড় শেখার মঞ্চ ছিল। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএস

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টাইগার পেসার হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর