Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের চোখে বাংলাদেশের এই জয় ‘বিরলতম’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৩ ১২:৪৯ | আপডেট: ১৫ মে ২০২৩ ১২:৫২

বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ৫৪ বলে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ৫২ রান। আইরিশদের হাতে তখন ৭ উইকেট। উইকেটে দুই সেট ব্যাটার। তবুও টান টান উত্তেজনার পর সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে এই জয় ‘বিরলতম’। কারণ অতীতে এমন সুবিধাজনক স্থানে থেকে বারবার ম্যাচ হেরেছে বাংলাদেশ। এবার উল্টোটা ঘটল। প্রতিপক্ষ সুবিধাজনক অবস্থানে থাকার পরও ম্যাচ জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডেতে চাপের মুখে কাল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বোলিং আক্রমণ। পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্ত বল হাতে নিয়েই ব্রেকথ্রু এনে দিয়েছেন। মোস্তাফিজুর রহমান তারপর নিয়মিত উইকেট তুলেছিলেন। পরে শেষ ওভারে অসাধারণ বোলিংয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ।

শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডে। হাসান সেই ওভারে মাত্র ৪ রান খরচ করে তুলে নেন দুটি উইকেট। যাতে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম বলেন, ‘এ ধরনের ম্যাচ আমরা সবসময় অন্য পাশ থেকে দেখেছি। জেতার পর্যায় থেকে কোনো না কোনোভাবে হেরে গেছি। এ ধরনের পরিস্থিতিতে জেতাটা আমাদের জন্য বিরল ব্যাপার, বিশেষ করে বোলিংয়ের সময়।’

শেষ ওভারের নায়ক হাসান মাহমুদকে ‘বিশ্বমানের’ বলেছেন তামিম, ‘এই মুহূর্তে সে বিশ্বমানের বোলিং করছে। বিশেষ করে নতুন বলে সে দুর্দান্ত, ডেথ বোলিংয়েও। বয়সে এখনো তরুণ, কিন্তু বোঝাপড়ার দিক থেকে পরিপক্ব। চাপে শান্ত থাকতে পারে। অনুশীলনে আপনি হাজারো বল করতে পারেন। কিন্তু এ ধরনের পরিস্থিতিতে সঠিক কাজটি করতে পারাটা বিশেষ কিছু।’

গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে ব্রেকথ্রু এনে দেওয়া শান্ত পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এক সেঞ্চুরিসহ তিন ম্যাচে করেছেন ১৯৬ রান। সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই। শান্তকে প্রসংশায় ভাসিয়েছেন তামিম, ‘সে গত দু-তিনটা সিরিজে খুবই ভালো খেলেছে। নিয়মিত রান করছে। তিন নম্বর পজিশনে দীর্ঘদিন ধরে আমরা কাউকে থিতু হতে দেখিনি। আমার মতে, শান্ত (নাজমুল) দলে নিজের অবস্থান করে নিয়েছে। শুধু রানই করছে না; ফিল্ডিংসহ যেখানে যেভাবে পারছে, সর্বোচ্চটা দিয়ে খেলছে। গ্রেট টিম ম্যান।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর